সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ কেন হয়েছিল, চাঞ্চল‍্যকর তথ‍্য ফাঁস করলেন রঙ্গোলি

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর বিভিন্ন প্রসঙ্গে আগেই মুখ খুলতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। বলিউডে নেপোটিজম, মুভি মাফিয়াদের পোষা মিডিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এবারে আসরে নামলেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল (rangoli chandel)। সুশান্ত ও অঙ্কিতা লোখান্ডের (ankita lokhande) বিচ্ছেদ নিয়ে সরব হয়েছেন তিনি। এই বিচ্ছেদের নেপথ‍্যে কারা ছিল সেই বিষয়ে বিষ্ফোরক মন্তব‍্য করেছেন রঙ্গোলি।
সম্প্রতি সুশান্ত ও অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক সন্দীপ সিং একটি আবেগঘন পোস্ট করেন সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে সুশান্ত ও অঙ্কিতার সম্পর্কের বেশ কিছু গোপন তথ‍্য তুলে ধরে তিনি বলেন, অঙ্কিতাই সুশান্তের জন‍্য যোগ‍্য প্রেমিকা ছিলেন। তিনি একাধারে তাঁর মা, বন্ধু ও প্রেমিকার দায়িত্ব পালন করতেন।

sushant singh rajput 1
সন্দীপের এই পোস্টটিই শেয়ার করে রঙ্গোলি প্রশংসা করেছেন তাঁর। রঙ্গোলির দাবি, সুশান্ত এমনই ‘ফ‍্যান্সি’ পিআর টিম নিযুক্ত করেছিল যারা মুভি মাফিয়াদের হয়ে কাজ করত। পিআরের মেয়েটি তাঁকে বুঝিয়েছিল ইন্ডাস্ট্রিতে উপরে উঠতে হলে, সবার নজর কাড়তে হলে একজন আকর্ষনীয় সঙ্গিনী দরকা। এখানে ভালবাসাটা একটা ব্র‍্যান্ডিং। তাই নিজের ব্র‍্যান্ড তৈরি করতে পুরনো দুর্বলতাকে ভুলে যেতে হবে সুশান্তকে। রণবীরদের মতো সুপার মডেলের সঙ্গে সম্পর্ক করতে হবে। অঙ্কিতার মতো টেলিভিশন অভিনেত্রীদের সঙ্গে মালাডের ফ্ল‍্যাটে থাকা তাঁর ইমেজের পক্ষে ভাল নয়।
রঙ্গোলি আরও লেখেন, ওরা সুশান্তকে বোঝায় ইন্ডাস্ট্রির বাকিদের সমান হতে হলে তাদের মতো হাঁটা চলা, জীবন যাপন রপ্ত করতে হবে তাঁকে। নাহলে তিনি চিরদিন একজন স্ট্রাগলিং টেলিভিশন অভিনেতাই হয়ে থেকে যাবেন। এরপরেই অঙ্কিতার ফ্ল‍্যাট থেকে বেরিয়ে আসেন সুশান্ত। অঙ্কিতা ভেঙে পড়ে। এদিকে সুশান্তের শিরদাঁড়াও ওরা ভেঙে দেয়। তিনি সুপার মডেলদের ডেট করতে শুরু করেন। বান্দ্রায় থাকতে শুরু করেন। কিন্তু তাঁর আশেপাশে সব নকল বন্ধু ছিল।

https://www.instagram.com/p/CBprXYapczK/?igshid=llb73crgakxr

রঙ্গোলির কথায়, এসব কিছুই তিনি আগে শুনেছিলেন। তখনই বুঝেছিলেন এরা কেউ তাঁকে সাহায‍্য করবে না। সেটাই হল। সুশান্ত একা হয়ে গেল। শেষে তাঁকে নিয়ে নোংরা আলোচনাও শুরু হল। তারপর তিনি সবাইকেই ছেড়ে চলে গেলেন। রঙ্গোলি বলেন, বাইরে থেকে আশা প্রতিভাবান ছেলে মেয়েদের এভাবেই মরীচিকা দেখায় মুভি মাফিয়ারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর