ফের বিয়ের পিঁড়িতে গৌরব, আদরের ‘জামাই’কে পাত পেড়ে বসিয়ে আইবুড়োভাত খাওয়ালেন রানিমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাকি আর মাত্র কয়েক দিন। আগামী ডিসেম্বরেই ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রানি রাসমণির সেজো জামাই মথুরামোহন। নাহ, এবারে আর অনস্ক্রিন নয়, বরং অফস্ক্রিনেই দীর্ঘদিনের প্রেমিকা দেবলীনা কুমারের (devlina kumar) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee)। এবার রানি রাসমণির গোটা টিমের তরফে আইবুড়োভাত খাওয়ানো হল গৌরবকে।

মথুরের বেশে নয়, বরং সাজপোশাক ছেড়ে সাধারন পোশাকেই এদিন আইবুড়োভাত খেতে বসেন গৌরব। পাশে রাসমণির বেশভূষা পরিবর্তন করে, পরচুলা খুলে হাজির হলেন মর্ডার্ন দিতিপ্রিয়াও। তখন তাদের দেখে কে বলবে তারা পর্দায় শাশুড়ি, জামাই! দিব‍্যি পাত পেড়ে বসিয়ে গৌরবকে আইবুড়োভাত খাওয়ালেন ভাল বন্ধু দিতিপ্রিয়া।

আইবুড়োভাতের অনুষ্ঠানে দিতিপ্রিয়া ছাড়াও দেখা মিলল রাসমণির বড় মেয়ে পদ্ম, ছোট মেয়ে জগদম্বা, নাতি ভূপাল ও ছোট ঠাকুর রামকৃষ্ণরও। তবে সৌরভকে এদিন ছোট ঠাকুরের সাজেই দেখা গেল। মেকআপ রুমেই দেওয়া হল গৌরবের আইবুড়োভাত।

https://www.instagram.com/p/CH9wPU9BHFG/?igshid=185v2z03kpwvr

 

https://www.instagram.com/p/CH7qiuFss8f/?igshid=1ku7jdmnlho3d

প্রসঙ্গত, আগামী ৯ ডিসেম্বরেই চার হাত এক হতে চলেছে গৌরব ও দেবলীনার। তবে ঘটা করে নয়, করোনা আবহে দুই পরিবার ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতেই বিয়ে সারবেন তাঁরা।

https://www.instagram.com/p/CH7qaEbsCNQ/?igshid=1gx7ek03yaskz

তবে বিয়ে এখন সারলেও রিসেপশনের তারিখ পিছিয়ে রেখেছেন আগামী বছরের মার্চ মাসে। তারকা জুটির রিসেপশনটা বেশ জমকালোই হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আগে শোনা গিয়েছিল, ২৫ ডিসেম্বরে বড় করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন দেবলীনা গৌরব। কিন্তু করোনার কারণে বদলাতে হয় সেই পরিকল্পনা।

এটা গৌরবের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৩ তে অভিনেত্রী অনিন্দিতা বসুকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র তিন বছর। এরপর বোন মৌয়ের বিয়েতে দেবলীনার সঙ্গে আলাপ হয় গৌরবের। তখন থেকেই প্রেমের শুরু। এবার সিলমোহর পড়তে চলেছে সেই সম্পর্কে।

X