নিজে ঠিক থাকলে….ফ্লোর ছেড়ে দেব! বিস্ফোরক রণিতা, হঠাৎ হলটা কী বাহার?

বাংলা হান্ট ডেস্ক : বিনোদন জগতে যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন ‘বাহা’ রণিতা দাস (Ranieeta Dash)। আরজিকরের মহিলা চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডের মাঝেই যৌন হেনস্তার অভিযোগে সরগরম বিনোদন জগৎ। এরইমধ্যে সরাসরি অরিন্দম শীলের পরিচালক অরিন্দম শীলের নাম নিয়ে তাঁর  বিরুদ্ধে সরাসরি যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন টলিপাড়ার একজন অভিনেত্রী। এই অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড।

ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্তা প্রসঙ্গে কি বললেন ‘বাহা’ রণিতা দাস (Ranieeta Dash)?

সব মিলিয়ে এবছর উৎসবের আগে কেমন যেন মনমরা হয়ে রয়েছে গোটা শহর। আগেও টলিউডে কাস্টিং কাউচ  কিংবা কু-প্রস্তাব-এর বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী। এবার এই বিতর্কিত  পরিস্থিতিতে ছোট পর্দার বাহা-অভিনেত্রী রণিতা দাসের (Ranieeta Dash) কাছে প্রশ্ন করা হয়েছিল বাস্তবে তিনিও কখনও  এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কিনা? জবাবে রণিতা (Ranieeta Dash) স্পষ্ট জানিয়েছেন নিজে ঠিক থাকলে নাকি কারও গায়ে হাত দেওয়ার সাহস পর্যন্ত হয় না।

   

এদিন ব্যক্তিগত মতামত জানিয়ে অভিনেত্রী (Ranieeta Dash) স্পষ্ট বলেছেন, ‘নিজেকে সঠিক পথে রাখা সবার আগে প্রয়োজন। শুধু আমার কর্মক্ষেত্র নয় বাকিদের সঙ্গে কথা বলেও এটাই মনে হয়েছে আমার। রাস্তায় আসতে আসতে কিছু ঘটলে সেটা দুর্ঘটনা। কিন্তু কর্মক্ষেত্রে কোনও প্রলোভন বা কুপ্রস্তাবে সায় দেওয়া বা না দেওয়া পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির উপর। সায় না দিলে হয়তো কিছু কাজ যাবে। আমার কাছে যেমন আমি নিজের শিল্পসত্ত্বাকে কোনও কিছুর বিনিময়ে বিক্রি করতে পারব না। আমি কাজ করব আর তার বিনিময়ে নিজের পারিশ্রমিক নেব ব্যস। সেখানে অন্য কোনও প্রস্তাব এলে আমি তাতে সায় দেব না যদি না সেই ব্যক্তির প্রেমে থাকি আমি। তাতে কাজ গেলে যাবে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য মনের জোর থাকা দরকার।’

আরও পড়ুন : ‘পক্ষপাতিত্বের অভিযোগ টিকবে না’! অরিন্দম বিতর্কে শুক্লা দাসকে ঝাঁঝালো জবাব লীনা গাঙ্গুলির

সেইসাথে পর্দার বাহামণির আরও সংযোজন, ‘কলিযুগে নিজেদের চোখ,কান, নাক খোলা রাখা খুবই প্রয়োজন’। এরপরেই মেয়েদের রাত দখলের কথা উল্লেখ করে রণিতা বলেছেন  ‘এই রাত দখল লে যেতে গেলেও নিজেদের সজাগ থাকতে হবে।’ রণিতার কথায়, ‘এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এখনও পর্যন্ত কোনও পার্টিতে গেলে কারও গাড়িতে বাড়ি ফিরব! সেটার উপর আমি নির্ভরই করি না। নিজের গাড়ি, চেনা ড্রাইভার থাকলে তবেই সেই পার্টিতে যাব আমি। নিজেদের মেরুদণ্ডটা সোজা রাখতে।’

Ranita

সেইসাথে অভিনেত্রী আসীন বলেছেন, ‘মনে করুন কাজের জায়গায় আমার গায়ে কেউ হাত দিয়েছে। আমার সেটা খারাপ লেগেছে। তেমনটা হলে আমি সঙ্গে সঙ্গে ফ্লোর ছেড়ে চলে যাব। আমি কাজ শেষ করে টাকা নিয়ে ছ’মাস পরে অভিযোগ জানাব না। সে দিক থেকে তো তাহলে আমারও ভুল থাকবে। আমার এই ব্যবহারেই আপত্তি। খারাপ মানুষ সর্বত্র আছে। সেটাকে সামলাতে জানতে হয়। এখনও পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আমার গায়ে হাত দেওয়ার সাহস কারও হয়নি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর