বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। ইন্ডাস্ট্রির স্টারকিড তিনি। খ্যাতনামা অভিনেতা রঞ্জিত মল্লিকের আদরের মেয়ে। যদিও কেরিয়ারে বাবার ছত্রছায়ায় থাকেননি তিনি। নিজের প্রতিভার জোরে ইন্ডাস্ট্রিতে নাম তৈরি করেছেন। টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে বাবার মুখ উজ্জ্বল করেছেন কোয়েল (Koel Mallick)।
কোয়েলের (Koel Mallick) এই স্বভাব ফাঁস করলেন রঞ্জিত মল্লিক
হুল্লোড়ে স্বভাবের জন্য বেশ জনপ্রিয় কোয়েল (Koel Mallick)। মজা করতে, কথা বলতে ভালোবাসেন তিনি। বিশেষ করে বাবা মেয়ে এক জায়গায় হলেই উঠে আসে নানান অজানা, মজার কাহিনি। দুজনের খুনসুটিও খুব উপভোগ করেন ভক্তরা। একবার ‘অপুর সংসার শো’তে এসে মেয়েকে নিয়ে অভিযোগ করেছিলেন রঞ্জিত।
কী জানালেন অভিনেতা: বাবাকে নিয়ে একবার শাশ্বত চট্টোপাধ্যায়ের অপুর সংসার শোতে এসেছিলেন কোয়েল (Koel Mallick)। সেখানেই কথায় কথায় বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন, কোয়েল নাকি তৈরি হতে বড্ড বেশি দেরি করেন। বাবার কথা শুনেই প্রতিবাদ করে ওঠেন অভিনেত্রী। এদিকে রঞ্জিত মল্লিক মজা করে বলেন, এর জন্য অবশ্য একা কোয়েলকে (Koel Mallick) দোষ দেবেন না তিনি। কারণ এই স্বভাবটা নাকি নিজের মায়ের থেকেই পেয়েছেন কোয়েল।
আরো পড়ুন : ‘গোমাংস খাদক কিনা ভগবান রামের চরিত্রে!’ তুমুল সমালোচনার মুখে রণবীরের ঢাল হলেন এই গায়িকা
বাছাই করে ছবি করেন কোয়েল: প্রসঙ্গত, একসময় ইন্ডাস্ট্রিতে বেশ সক্রিয় ছিলেন কোয়েল (Koel Mallick)। তবে বিয়ের পর থেকে ধীরে ধীরে কাজের পরিমাণ কমাতে শুরু করেন তিনি। বিশেষ করে সন্তান জন্মের পর থেকে অনেক বাছাই করে ছবিতে রাজি হন কোয়েল (Koel Mallick)। তাই আগের থেকে ছবির পরিমাণ অনেকটাই কমিয়ে এনেছেন তিনি।
আরো পড়ুন : খরা কাটল বক্স অফিসে, ‘সিতারে জমিন পর’ দিয়েই ধামাকা আমিরের! কত আয় করল সিক্যুয়েল?
বর্তমানে দুই সন্তানকে সামলানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছেন কোয়েল। গত ১৪ ই ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলে কবীরের পর এবার মেয়ের মা হয়েছেন তিনি। তবে এর মাঝেও নিজের কেরিয়ারের জন্যও সময় দিচ্ছেন তিনি। গত জুন মাসেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সোনার কেল্লায় যখের ধন’।