স্টার জলসার জনপ্রিয় জুটি এখন বলিউডে! নতুন সিরিয়ালে ফিরবেন এই দুই তারকা

বাংলা হান্ট ডেস্ক : একদিকে ভারত (Bharat) যেমন জগৎ সভায় আমার শ্রেষ্ঠ আসন দখল করছে একইরকমভাবে বাংলাও ভারতে (India) সেরার আসন ছিনিয়ে নিচ্ছে। বাংলা শিল্পীদের জয়জয়কার আজ গোটা Sports। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দার তারকারাও আজকাল বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। এবার স্টার জলসা (Star Jalsha) -র আরও এক জুটি পেলেন এমনই এক সুবর্ণ সুযোগ।

যারা স্টার জলসার (Star Jalsha) নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে, কিছুদিন আগেই শেষ হয়েছে চ্যানেলের অন্যতম চর্চিত মেগা গুড্ডি (Guddi)। দর্শকমহলে এই সিরিয়াল জনপ্রিয় ছিল কি না বলা যায়না, তবে চর্চিত অবশ্যই ছিল। প্রধান চরিত্র গুড্ডির একাধিক বিয়ে এবং শেষবেলায় মৃত অনুজকে ফিরিয়ে আনা দেখে কার্যত ‘থ’ হয়ে গেছিল দর্শকরা।

   

যে কারণে অনেকেই বলছে, সিরিয়ালটি বন্ধ হওয়ায় নাকি হাঁফ ছেড়ে বেঁচেছেন তারা। তবে সিরিয়ালের গল্প যেমনই হোক না কেন, মূখ্য চরিত্র শ্যামৌপ্তি এবং রণজয় বিষ্ণুর ভক্তের অভাব ছিলনা। এই জুটিকে ভরপুর ভালোবাসা দিয়েছে মানুষ। আর তাই তো, গুড্ডি শেষ হতে না হতেই নায়ক-নায়িকা পেয়ে গেলেন সুবর্ণ সুযোগ। লীনা গাঙ্গুলিরই এক হিন্দি সিরিয়ালের হাত ধরে তারা আবার পর্দায় ফিরতে চলেছেন।

আরও পড়ুন : হাতে ফাইল, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত! ফ্ল্যাট দুর্নীতি কান্ডে জিজ্ঞাসাবাদ

এমনিতে অনেকেই হয়ত জানেন যে লীনা গাঙ্গুলি এখন হিন্দি মেগা নিয়ে ব্যস্ত। খুব শীঘ্রই স্টার প্লাসের পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল ‘ঝনক’। এই মেগার হাত ধরে একাধিক বাঙালি শিল্পীকে ভারতীয়দের সাথে পরিচয় করাতে চলেছেন লীনা গাঙ্গুলি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নায়ক নায়িকা এবং খলনায়কের পরিচয়।

আরও পড়ুন : TRP তলানিতে, বন্ধ হচ্ছে ‘এক্কা দোক্কা’র সফর! কবে হবে শেষ সম্প্রচার? জানালেন সোনামণি

ranojoy bishnu and shyamoupti mudly ranojoy bishnu girlfriend

সূত্রের খবর, নায়ক-নায়িকা হিসেবে এখানে রয়েছেন রণজয় ও শ্যামৌপ্তি। অন্যদিকে খলনায়কের চরিত্রে ধরা দেবেন ঋষি কৌশিক। বাংলার এই বিখ্যাত নায়ককে এবার ভিলেইন চরিত্রে দেখবেন মানুষ। এছাড়াও সিরিয়ালে দেখা যাবে ক্রুশল আহুজা, হিবা নবাব এবং ভারত কলের মতো তারকারা। পাশাপাশি আরও খবর, সিরিয়ালের শুটিং হচ্ছে কাশ্মীর এবং কলকাতা জুড়ে‌‌।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর