মেজাজই রানু মণ্ডলের ট্রোল হওয়ার কারণ, মাকে বাঁচাতে মরিয়া মেয়ে এলিজাবেথ

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই এখন বাধ্যতামূলক ভাবে রানু মণ্ডলের মুখ ভেসে উঠবেই। প্রতিদিনই সংবাদের শিরোনামে থাকেন তিনি। নিত্যনতুন কাণ্ডকারখানা করে আলোচনার কেন্দ্রে আসতে রানুদেবীর জুড়ি মেলা ভার। আর এমন অভূতপূর্ব কাণ্ডকারখানা দেখে নেটিজেনরা যে হাত গুটিয়ে বসে থাকবে তা কি হয়? ফলস্বরূপ রানু মণ্ডলকে নিয়ে হাসি-মশকরায় কার্যত ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

বাধ্য হয়ে এবার আসরে নেমেছেন রানুদেবীর মেয়ে এলিজাবেথ সাথী। মাকে নিয়ে এমন হাসি-মশকরায় স্বভাবতই ক্ষুব্ধ তিনি। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার চলাকালীন মুখ খোলেন এলিজাবেথ। তাঁর কথায়, তাঁর মা গায়িকা, কোনও মডেল নন। তাঁকে র‌্যাম্পে তুলে হাঁটানো উচিত হয়নি। তিনি আরও জানান, রানুদেবীর গরম মেজাজের জন্য সবসময় তাঁকে হাসির পাত্র হতে হয়। তাঁকে নিয়ে রসিকতা করা হয়।

image 1 3

এদিন অতীন্দ্র সম্পর্কেও তোপ দাগেন রানুর মেয়ে এলিজাবেথ। অতীন্দ্রের করা ফেসবুক পোস্ট থেকেই প্রথম জনপ্রিয়তা পান রানু মণ্ডল। তিনিই সর্বপ্রথম রানুদেবীর গাওয়া গানের ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখান থেকেই ভাইরাল হয় রানু মণ্ডল। এলিজাবেথ অভিযোগ করেন তাঁর মায়ের জনপ্রিয়তার সুযোগ ওঠাচ্ছেন অতীন্দ্ররা। অতীন্দ্রর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগও আনেন তিনি। তাঁরা নাকি রানুদেবীর সঙ্গে ভাল ব্যবহারও করেন না বলে জানান এলিজাবেথ সাথী। উপরন্তু তিনি জানান, মায়ের সঙ্গে দেখা করতে এলে তাঁর পা ভেঙে দেওয়া হবে বলেও নাকি তাঁরা হুমকি দেয়।

হিমেশ রেশমিয়ার ছবিতে গান গাওয়ার পর থেকেই হু হু করে জনপ্রিয়তার শিখরে উঠতে থাকেন রানু মণ্ডল। রানাঘাট ছেড়ে এখন মুম্বইতেই থাকতে শুরু করছেন তিনি। সম্প্রতি কানপুরে একটি নতুন বিউটি পার্লার উদ্বোধন উপলক্ষে সম্পূর্ণ মেকওভার হয় তাঁর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ফের একপ্রস্থ ট্রোল, মিম তৈরি হয় রানুকে নিয়ে। পরে অবশ্য মেকআপ আর্টিস্ট জানান ভাইরাল হওয়া ছবিগুলি আসলে ফটোশপ করা।

 

Niranjana Nag

সম্পর্কিত খবর