বাংলাহান্ট ডেস্ক: বছর তিনেক আগেকার কথা। রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন এক মহিলা। তাঁর কণ্ঠে লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ শোরগোল ফেলে দিয়েছিল নেটপাড়ায়। শতচ্ছিন্ন পোশাকে রানাঘাট স্টেশনে বসে গান গাওয়া সেই মহিলাই পরে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন। রানু মণ্ডল (Ranu Mondal), নামটার সঙ্গে সেদিন থেকেই পরিচিতি সবার।
একটা গান, একটা ভাইরাল ভিডিও রানাঘাট থেকে মুম্বই যাওয়ার টিকিট হয়ে উঠেছিল। সেখানে গিয়ে হিমেশ রেশমিয়ার সুরে গান রেকর্ড করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন রানু। যত তাড়াতাড়ি উপরে উঠেছিলেন, ঠিক ততটাই তাবাতাড়ি মাটিতেও আছড়ে পড়েন তিনি। নিজের দোষেই জনপ্রিয়তা হারান রানু। বদলে জোটে ট্রোল, সমালোচনা।
এখন ফের রানাঘাটে ফিরে এসেছেন রানু। এক প্রায় ভাঙাচোরা এক চিলতে বাড়িতে হয়েছে মাথা গোঁজার ঠাঁই। ইউটিউবারদের কাছে এখনো জনপ্রিয় রানু। এছাড়াও আরো একটি কারণে তিনি চর্চায় রয়েছেন। বায়োপিক আসছে রানুর। এবার সেই ছবিরই প্রথম পোস্টার সামনে এল।
হৃষীকেশ মণ্ডলের পরিচালিত ছবিটির নাম আগে ‘মিস রানু মারিয়া’ হবে বলে শোনা গিয়েছিল। খ্রিস্টান ধর্মাবলম্বী রানুর পুরো নাম রানু মারিয়া মণ্ডল। এখন তাঁর এমন হতশ্রী অবস্থা হলেও এক সময় নিজের গানের জোরে মঞ্চ কাঁপাতেন রানু। তাঁর ‘স্টেজ নেম’ ছিল মিস রানু মারিয়া। সময় বদলেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে স্টেজে ওঠার ডাক। কিন্তু সুর ছাড়েনি রানুকে।
রানুর অতীত জীবনের কাহিনিই তুলে ধরা হবে ছবিতে। মিস রানু মারিয়া থেকে কীভাবে তিনি রানু মণ্ডল হয়ে গেলেন জানা যাবে সেই গল্পই। কিন্তু এবার দেখা গেল ছবির নাম বদলেছে। ভাইরাল ভিডিওতে যে গান প্রথম পরিচিতি দিয়েছিল রানুকে, সেই গানের লাইনই হয়েছে ছবির নাম, ‘এক পেয়ার কা নগমা হ্যায়’।
সেক্রেড গেমস খ্যাত ঈশিকা দে কে দেখা যাবে রানুর চরিত্রে। ঈশিকা আগে জানিয়েছিলেন, রানু মণ্ডলেরের চরিত্রে অভিনয়ের আগে মনোবিদের পরামর্শ নিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী নিজেকে তৈরি করছেন। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু কমলিকা মুখোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করেন তিনি রানুর সঙ্গে সাক্ষাতের আগে। তাঁর পরামর্শ মেনেই একেবারে সাধারন সাজে ঈশিকা হাজির হয়েছিলেন রানুর সামনে। তাতেই তাঁকে কাছে টেনে নিয়েছিলেন রানু।