কপাল খুলল রানুর, হিন্দিতে বায়োপিক তৈরি হচ্ছে ভাইরাল লতাকণ্ঠীর

বাংলাহান্ট ডেস্ক: চর্চায় আবারো রানু মণ্ডল (ranu mondal)। রানাঘাট স্টেশনে ভবঘুরের জীবন থেকে মুম্বইয়ের বিলাসবহুল জীবনযাত্রা, বিস্ময়ের নাম রানু মণ্ডল। একটি গান গেয়েই যে রাতারাতি তারকা বনে যাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছিলেন তিনি। তাঁর অবিশ্বাস্য ভাগ্যের পরিবর্তন দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলেরই। কিন্তু সেসব জৌলুস এখন অতীত। কিছুদিন আগেই শোনা গিয়েছিল আর্থিক অবস্থা ফের আগের মতোই হয়ে গিয়েছে রানুর।

রাতারাতি খ‍্যাতি তো পেয়ে গিয়েছিলেন, কিন্তু সে খ‍্যাতির ভার বইতে পারেননি রানু। অনুরাগীদের সঙ্গে রুক্ষ ব‍্যবহার দেখে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। যারাই রানুকে মাথায় তুলেছিলেন তারাই একসময় তাঁকে পায়ের নীচে টেনে নামিয়ে আনেন। ট্রোল, মশকরার পরিমাণ এতই বেড়ে গিয়েছিল যে তাঁর মেয়েও অনুরোধ করেছিলেন এসব বন্ধ করতে।

Ranu Mondal 1280x720 1
তবে এবার সম্ভবত ফের সুদিনের মুখ দেখতে চলেছেন রানু। তাঁর বায়োপিক তৈরির খবর ভাসছে ইন্ডাস্ট্রির আনাচে কানাচে। পরিচালক হৃষীকেশ মণ্ডল পরিচালনা করবেন ছবিটি। গত এক বছর ধরেই তিনি পরিকল্পনা করছিলেন রানুর বায়োপিক বানানোর। অবশেষে মিলছে সে সুযোগ।

হিন্দিতে তৈরি হতে চলেছে রানু মণ্ডলের বায়োপিক। হৃষীকেশ পরিচালিত এই ছবিতে রানু চরিত্রে দেখা যাবে সেক্রেড গেমস খ‍্যাত অভিনেত্রী ঈশিকা দে কে। এছাড়াও আগে পূর্ব পশ্চিম দক্ষিণ…. উত্তর আসবেই এর মতো ছবিতে অভিনয় করেছেন ঈশিকা। পরিচালক জানান, বায়োপিকের নাম হবে ”মিস রানু মারিয়া। বেশ কয়েকটি গান থাকবে তাতে, যে গানগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ।

এখন ফের রানাঘাটের বাড়িতে এসে থাকতে শুরু করেছেন রানু। আর্থিক অবস্থাও লক্ষণীয় ভাবে খারাপ হয়ে গিয়েছে তাঁর। কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় ক্লাবের সাহায‍্যে সংসার কোনো মতে চালাচ্ছেন তিনি। এমতাবস্থায় যদি তাঁর বায়োপিক তৈরি হয় তবে হয়তো ফের সুদিনের মুখ দেখলেও দেখতে পারেন রানু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর