শর্ট ড্রেস, হাই হিল; সুপারহিট হিন্দি গানের তালে ঠুমকা লাগালেন রানু! তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২০১৮ তে অনেক স্মরনীয় ঘটনাই ঘটেছে। কিন্তু সেই তালিকায় একজনের নাম না রাখলেই নয়। তিনি রানু মণ্ডল (ranu mondal)। গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়া মোটামুটি তিনি একাই মাতিয়ে রেখেছিলেন।

তাঁর অবিশ্বাস্য ভাগ্যের পরিবর্তন দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলেরই। প্রথম প্লেব্যাকও প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন। বিভিন্ন সময় বিভিন্ন কারনের জন্য নেটিজেনদের হাসি-তামাশার পাত্রী হয়ে ওঠেন রানু।

সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে একের পর এক রানু মণ্ডলের হাস‍্যকর মিম, ভিডিও। তেমনি একটি ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। শর্ট ড্রেস পরে তুমুল ঠুমকা লাগিয়ে নাচতে দেখা যাচ্ছে রানাঘাটের রানু মণ্ডলকে।


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নীল শর্ট ড্রেসে জনপ্রিয় হিন্দি গান ‘জারা জারা টাচ মি’র তালে নাচছেন রানু। আসলে ক‍্যাটরিনা কাইফের মূল গানের ভিডিওটিতেই এডিট করে বসানো হয়েছে রানু মণ্ডলের মুখ। এই হাসির ভিডিও এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

একসময় জনপ্রিয়তার শীর্ষে উঠলেও এখন সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের ছড়াছড়ি রানু মণ্ডলকে নিয়ে। কিছুদিন আগে করন জোহরের সঙ্গে রানুর বিয়ে নিয়ে একটি ট্রোল ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গিয়েছে, বরের বেশে বসে রয়েছেন পরিচালক করন জোহর এবং পাশেই নতুন কনের সাজে সেজেগুজে বসেছেন রানাঘাটের রানু মন্ডল। তুমুল ভাইরাল হয়েছিল এই ভিডিও।

প্রসঙ্গত, সম্প্রতি শোনা যাচ্ছে ফের অভাবের মুখে পড়েছেন রানু মণ্ডল। আগে মাঝে মাঝে অনুষ্ঠানে ডাক পড়লেও লকডাউন শুরু হতে বন্ধ হয়ে গিয়েছে সেসব। অপরদিকে বলিউডেও আর কোনো গান গাইতে শোনা যায়নি রানুকে। সব মিলিয়ে ফের আগের অবস্থাতেই ফিরে এসেছেন তিনি।

তবে নেটিজেনদের একাংশের বক্তব‍্য, এমনটা হওয়ারই ছিল। হঠাৎ করেই রাতারাতি তারকা বনে গিয়ে চোখে ধাঁধা লেগে গিয়েছিল রানুর। বেশ কয়েকবার অনুরাগীদের সঙ্গে খারাপ ব‍্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। সেই কারণেই অনুরাগীরা রানুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মনে করেন অনেকে।

সম্পর্কিত খবর

X