মানসিক ভারসাম‍্যহীন মানুষকে নিয়ে আর মশকরা নয়! উদ্ভট মেকআপ নিয়ে রানুর ভিডিও ভাইরাল হতেই চটল নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: ২০১৮ তে অনেক স্মরনীয় ঘটনাই ঘটেছে। কিন্তু সেই তালিকায় একজনের নাম না রাখলেই নয়। তিনি রানু মণ্ডল (ranu mondal)। গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়া মোটামুটি তিনি একাই মাতিয়ে রেখেছিলেন। তাঁর অবিশ্বাস্য ভাগ্যের পরিবর্তন দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলেরই। হিমেশ রেশমিয়ার (himesh reshammiya) সঙ্গে প্লেব‍্যাক সিঙ্গিংও করেছিলেন রানু।

তারপরেও কয়েকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রানু। শোনা গিয়েছিল তাঁর আর্থিক অবস্থা অত‍্যন্ত খারাপ হয়ে গিয়েছে। লকডাউনে তো নয়ই, লকডাউন ওঠার পরেও আর কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাননি রানু। বলিউডের স্বপ্নের দুনিয়া ছেড়ে আবারো রানাঘাটে এসেই ঘাঁটি গাড়তে হয়েছে তাঁকে।

ranu ju
এখন আর কোনো অনুষ্ঠানেও ডাকা হচ্ছে না রানুকে। তবু হাল আমলের সোশ‍্যাল মিডিয়া ট্রেন্ডগুলির থেকে পিছিয়ে থাকেন না তিনি। কিছুদিন আগেই ভাইরাল গান বচপন কা পেয়ার গেয়ে চর্চায় উঠে এসেছিলেন তিনি। এবার ফের চর্চায় রানু। তবে গানের থেকেও তাঁর সাজ বেশি নজর কেড়েছে নেটনাগরিকদের।

সম্প্রতি রানুর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। একটি সবুজ নাইটি এবং অদ্ভূত মেকআপ করে সুরেলা গলায় সরগম গাইছেন তিনি। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। কিন্তু কিছু মানুষ রানুকে ট্রোল করলেও বেশির ভাগ তাঁকে সমবেদনাই জানিয়েছেন।

IMG 20210920 171712
নেটিজেনদের বক্তব‍্য, রানু মানসিক ভারসাম‍্য হারিয়েছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। এমন অবস্থায় শুধুমাত্র ভিডিও ভাইরাল করার জন‍্য ওঁকে এমন ভাবে না সাজালেও হত। কেউ কেউ এই কাণ্ড যে বা যারা করেছেন তাদের শাস্তি কামনা করেছেন। আবার কারোর মতে, রানুকে রানুর মতো থাকতে দেওয়া উচিত।

সম্প্রতি শোনা গিয়েছে, বায়োপিক তৈরি হচ্ছে রানু মণ্ডলের। হিন্দিতে তৈরি হতে চলেছে রানু মণ্ডলের বায়োপিক। হৃষীকেশ পরিচালিত এই ছবিতে রানু চরিত্রে দেখা যাবে সেক্রেড গেমস খ‍্যাত অভিনেত্রী ঈশিকা দে কে। এছাড়াও আগে পূর্ব পশ্চিম দক্ষিণ…. উত্তর আসবেই এর মতো ছবিতে অভিনয় করেছেন ঈশিকা।

গত এক বছর ধরেই হৃষীকেশ পরিকল্পনা করছিলেন রানুর বায়োপিক বানানোর। অবশেষে মিলছে সে সুযোগ। পরিচালক জানান, বায়োপিকের নাম হবে ”মিস রানু মারিয়া। বেশ কয়েকটি গান থাকবে তাতে, যে গানগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর