বাংলাহান্ট ডেস্ক: এতদিন নেটজগতে ভাইরাল (Viral) শিল্পীদের মধ্যে নাম শোনা যেত রানু মণ্ডল (Ranu Mondal), ভুবন বাদ্যকরের। হট করেই একটি গানের জন্য লাইমলাইটে চলে এসেছিলেন তাঁরা এবং এখনো টিকে গিয়েছেন ভাইরাল তালিকায়। এখানেই নতুন সংযোজন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)।
তিনি অবশ্য দীর্ঘদিন ধরেই গান গাইছেন। জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবুও সাম্প্রতিক সময়ে তিনি ভাইরাল নতুন করে। কেকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন রূপঙ্কর। আর বাকিটা ঘটিয়েছে সমাপতন। সব মিলিয়ে কেকের মৃত্যুর পর থেকে এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছেন রূপঙ্কর।
কেউ ভাইরাল হওয়া মানে তাঁর অতীতের কাণ্ডকারখানা টেনে বের করেন নেটিজেনরা। তেমনি রূপঙ্করেরও কিছু পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনোটায় পোষ্যর সঙ্গে বসে অদ্ভূত অদ্ভূত কথা বলতে শোনা যাচ্ছে গায়ককে। একটিতে আবার তাঁর সঙ্গে রানু মণ্ডলকেও দেখা গিয়েছে।
আসলে একটি অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন রূপঙ্কর ও রানু। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ইয়ে লড়কা হায় আল্লা ক্যায়সা হ্যায় দিওয়ানা’ গানটি ধরেছেন রানু। পাশে বসে গিটারে সঙ্গত দিতে দিতে গেয়ে ওঠেন রূপঙ্করও। হঠাৎ করেই লতাকণ্ঠী বলে ওঠেন, রূপঙ্করকে নাকি একদম নাসিরুদ্দিন শাহের মতো। ভিডিও দেখে নেটনাগরিকদের বক্তব্য, পাগল ঠিক পাগলি খুঁজে নেয়।
প্রসঙ্গত, কেকে রূপঙ্কর বিতর্কে দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে শিল্পী মহল। কেউ সমালোচনা করছেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর। আবার কেউ তাঁর পাশে দাঁড়িয়ে সুর চড়াচ্ছেন। তবে রূপঙ্করের দাবি, তিনি কেকে কে অশ্রদ্ধা করতে চাননি। কেকে অনেক বড় মাপের শিল্পী। তাঁর প্রয়াণে তিনিও শোকতপ্ত। তবে তাঁর কথার ভুল অর্থ করা হচ্ছে। তিনি বাংলা গানের হয়ে বলেছিলেন।