‘লতা মঙ্গেশকর বয়সে বড়, আমি সম্মানে বড়’! আবারো বিতর্কিত মন্তব‍্য রানু মণ্ডলের

বাংলাহান্ট ডেস্ক: পুরনো ঠাঁটবাট কবেই বিদায় নিয়েছে। এক চিলতে প্রায় ভেঙে পড়ার বাড়িতে এখন স্থান হয়েছে রানাঘাটের রানু মণ্ডলের (ranu mondal)। সেই রানু যিনি রানাঘাট রেল স্টেশন থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন নিজের প্রতিভার জোরে। তাঁর কণ্ঠে লতা মঙ্গেশকরের (lata mangeshkar) গান শুনে মুগ্ধ হয়েছিলেন নেটপাড়াবাসী। মুম্বই গিয়ে হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়েছিলেন রানু।

কিন্তু সেই রাজত্ব টেকেনি বেশিদিন। নিজের অদ্ভূত আচরণের জেরেই সমস্ত খুইয়ে ফের রানাঘাটে এসে উঠেছেন রানু। এখনো অবশ‍্য পুরোপুরি হারিয়ে যাননি তিনি। প্রায় দিনই ইউটিউবাররা ক‍্যামেরা হাতে উপস্থিত হয় রানুর বাড়িতে। অনেকে তাঁর এই অদ্ভূত আচরণগুলির ফাঁকে আসল মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করেন। আবার অনেকে যান শুধুই রানুকে নিয়ে মজা করতে।

Ranu Mondal 1
মাঝেমধ‍্যেই বিতর্কিত মন্তব‍্য করে লাইমলাইটে উঠে আসেন রানু। তা নিয়ে নেটপাড়ায় শুরু হয় শোরগোল। এবার নিজেকে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করে বসলেন রানু। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁকে সকলে রানাঘাটের লতা বলে। এত প্রশংসা করে। রানুর কেমন লাগে?

উত্তরে রানু বলেন, “লতা মঙ্গেশকর বয়সের দিক থেকে বড়। কিন্তু আমি সম্মানে বড়। বয়সে এক নয়, কিন্তু সম্মানে এক।” ভিডিও ভাইরাল হতে নিজ নিজ মত প্রকাশ করতে শুরু করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘লতাজির সঙ্গে তুলনা! এই মহিলাকে এখুনি বয়কট করা হোক।’ অনেকে আবার কটাক্ষ করেছেন, রানুর শিক্ষাদীক্ষা নেই। তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এর আগেও এক ইউটিউবারের সঙ্গে আলাপচারিতায় যেমন রানু জানিয়েছিলেন, হিমেশ তাঁকে বাড়ি গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গায়িকার দাবি, এখনো নাকি হিমেশ তাঁকে মুম্বই আসতে বলেন। তিনি বলেছিলেন, রানুর জন‍্য মুম্বইয়ে একটি ফ্ল‍্যাট কিনে রাখবেন। কারণ গানের রেকর্ডিং করার জন‍্য বারবার মুম্বই রানাঘাট যাতায়াত করতে হয় তাঁকে।

তাই ওখানে থেকেই কাজ করবেন রানু। ফ্ল‍্যাটের সঙ্গে একটি গাড়িও দেবেন বলেছিলেন হিমেশ। রানু এমনো দাবি করেছেন, মাঝে মাঝে নাকি তিনি হিমেশকে দেখেন টেম্পো করে বালি নিয়ে তাঁর বাড়ির পাশে ফেলতে!

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর