লতার গানে রানুর সঙ্গী হলেন সিধু, নিজের বায়োপিকেই গান গাইবেন রানাঘাটের ‘লতা’

বাংলাহান্ট ডেস্ক: কয়েক বছর আগে লতা মঙ্গেশকরের গান গেয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রানু মণ্ডল (ranu mondal)। খালি গলায় তাঁর গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে রানাঘাট রেলস্টেশন থেকে সোজা মুম্বই পৌঁছে গিয়েছিলেন তিনি। এখন অবশ‍্য সে রামও নেই আর রাজত্বও নেই। আবার রানাঘাটেই ফিরে এসেছেন রানু। মাঝেমধ‍্যেই ইউটিউবাররা এসে উপস্থিত হন তাঁর বাড়িতে।

সম্প্রতি রানুর বাড়িতে এসে উপস্থিত হন গায়ক সিধু (sidhu)। রানাঘাটের ‘লতা মঙ্গেশকর’ বলে পরিচিত রানু। বরাবর সুরসম্রাজ্ঞীর গানই গেয়ে এসেছেন তিনি। এদিনও সিধুর সঙ্গে ‘যো ওয়াদা কিয়া উয়ো’ গানটি গাইলেন তিনি। গিটারে সুর তুলে তিনিও গলা মেলালেন সিধুর সঙ্গে। তিনি নিজে ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘রানুদির সঙ্গে কাটানো কিছু সময়’।

Ranu Mondal
বলিউডে তৈরি হচ্ছে রানুর বায়োপিক, ‘মিস রানু মারিয়া’। কিছুদিন আগেই রানাঘাটে গায়িকার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে আড্ডা দিয়ে এসেছেন অভিনেত্রী ঈশিকা। খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ‍্য করেছেন রানুকে। পর্দায় চরিত্রটা ফুটিয়ে তুলতে যাতে কোনো খামতি না থেকে যায় তার জন‍্যই এত তোড়জোড় বলে জানিয়েছিলেন ঈশিকা।

বছর দুই আগে যাঁর গলায় লতা মঙ্গেশকরের সুর শুনে অবাক হয়েছিল নেটপাড়া তাঁকেই নতুন রূপে উপস্থাপন করা হবে পর্দায়। জানা যাবে রানুর জীবনের অজানা নানান কাহিনি। প্রকাশ‍্যে এসেছে রানু চরিত্রাভিনেত্রী ঈশিকা দের প্রথম লুক। সেই বায়োপিকেই সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সিধু। নিজের বায়োপিকে গানও গাইছেন তিনি।

প্রসঙ্গত, মাঝেমধ‍্যেই বিতর্কিত মন্তব‍্য করে লাইমলাইটে উঠে আসেন রানু। তা নিয়ে নেটপাড়ায় শুরু হয় শোরগোল। এবার নিজেকে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করে বসলেন রানু। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁকে সকলে রানাঘাটের লতা বলে। এত প্রশংসা করে। রানুর কেমন লাগে?

উত্তরে রানু বলেন, “লতা মঙ্গেশকর বয়সের দিক থেকে বড়। কিন্তু আমি সম্মানে বড়। বয়সে এক নয়, কিন্তু সম্মানে এক।” ভিডিও ভাইরাল হতে নিজ নিজ মত প্রকাশ করতে শুরু করেছেন নেটিজেনরা। তবে তেমন হেলদোল দেখা যায়নি রানুর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর