ভবঘুরে থেকে সেলিব্রেটি,সময় নেই নদীয়ার রানুর

কমল দত্ত,নদিয়াঃ ভবঘুরে থেকে সেলিব্রেটি। ইতিমধ্যে আলোরন সৃস্টি করেছে সেই নদিয়ার রানাঘাট বেগোপাড়ার রানু মন্ডল।এতদিন তার পরিচয় পত্র না থাকায় সে গানের জন্য ভিন্ন রাজ্যে ডাক পেয়েও কোন গানের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারছিলেন না।

তাকে রানাঘাট ২ নং বিডিও এর তরফ থেকে তার পরিচয় পত্র তুলে দেওয়া হয় কিছুদিন আগে। সোমবার রানাঘাট “ডিগনিটি” শাখার পক্ষ থেকে চতুর্থ বার্ষিকী অনুষ্টানের আয়জন করা হয়েছিল ধানতলা দৌলা কালীবাড়িতে সেখানে রানু দেবী সংবর্ধিত করা হয়।এদিন সকালে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচি নেওয়া হয় উদ্যোগতাদের পক্ষ থেকে।

IMG 20190819 WA0196
রক্তদান শিবির ছাড়াও, অঙ্কন প্রতিযোগিতা ,সমাজ কর্মীদের ও দুঃস্থ মেধাবি ছাত্র ছাত্রী দের সাহায্য করা হয়।

Udayan Biswas

সম্পর্কিত খবর