বাংলা হান্ট ডেস্ক : এখনও এক মাসও হয়নি স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নয়া সিরিয়াল ‘চিনি’ (Chini)। তার মধ্যেই নাকি বদলে যাচ্ছে সিরিয়ালের মেইন লিড। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা, কে হবে সোমরাজের নতুন নায়িকা? টলিপাড়ার জনপ্রিয় কেউ নাকি ইন্দ্রাণীকে (Indrani Bhattacharya) বদলে আনা হবে কোনও নবাগতা নায়িকাকে?
টেলিপাড়ার অন্দরমহলের খবর, শীঘ্রই বদলাতে চলেছে ‘চিনি’ সিরিয়ালের মূখ্য চরিত্র ইন্দ্রাণী ভট্টাচার্য। টিআরপি-র কারণে নাকি অন্য কোনও কারণে সেই খবর এখনও মেলেনি। তবে শোনা যাচ্ছে নতুন ‘চিনি’ রূপে দীর্ঘ ৬ বছর পর কামব্যাক করতে চলেছে জি বাংলার এক জনপ্রিয় অভিনেত্রী।
এর আগে একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’র মত একাধিক সব সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এতক্ষণে হয়ত বুঝেই গেছেন যে আমরা ঠিক কার কথা বলছি! সূত্রের খবর, নয়া চিনি রূপে এবার দেখা যাবে বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় (Bijaylaxmi Chatterjee)-কে।
আরও পড়ুন : চিনের ভয় আর ভারতের শক্তি! মাথা নত আমেরিকারও, এবার কী করবে পাকিস্তান?
এর আগে জি বাংলার ‘রানু পেল লটারি’তে ক্রুশল আহুজার সাথে জুটি বেঁধেছিলেন বিজয়লক্ষ্মী। মাঝে একটা লম্বা সময় অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন তিনি। আর এবার ‘চিনি’ সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন তিনি। যদিও বিজয়লক্ষ্মী এখনই এই বিষয়ে মুখ খুলতে রাজি নন। তিনি বলেন, ‘এখন এই ব্যাপারে মন্তব্য করা সম্ভবপর নয়। সঠিক সময়েই সবটা জানা যাবে’।
আরও পড়ুন : ‘কাশী-মথুরা পেলে আর কোনওদিকে তাকাব না’, বড় মন্তব্য রাম মন্দির আধিকারিকের
প্রসঙ্গত উল্লেখ্য, বছর দুই আগে হইচই-র ‘হ্যালো’ সিরিজে অভিনয় করেছিলেন তিনি। যদিও টেলিভিশন থেকে অনেকটাই দূরত্ব তৈরি করেছিলেন বিজয়লক্ষ্মী। তবে এবার সোমরাজ-ইন্দ্রাণীর জুটি ফেইল করতেই কামব্যাক করতে চলেছেন নায়িকা। এখন বড় প্রশ্ন হল, বিজয়লক্ষ্মীর হাত ধরে কি ‘চিনি’ উপরের দিকে উঠবে? সেটা তো আগামি টিআরপি তালিকাতেই স্পষ্ট হবে।