দুর্গা পুজোর থিম নিয়ে এবার সং রেকর্ড করলেন রানু

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রানাঘাট স্টেশনে বসে বসে ‘এক প্যার কা নগমা’ গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পরই সোজা পারি মুম্বইয়ে। সেখানে একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে গিয়ে পর পর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল।

আবার আরও একটি গান রেকর্ড করলেন তিনি। কিন্তু এবার পুজোর থিমে গান রেকর্ড করলেন রানু মণ্ডল। কলকাতার আমরা সবাই ক্লাবের হয়েই এবার পুজোর থিম সং রেকর্ড করলেন রানু। রানু মণ্ডলকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই গান গাইতে তাঁর ভাল লেগেছে। প্রত্যেকের এই গান ভাল লাগবে বলেও আসা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি মুম্বইতে উড়ে যান রানু মণ্ডল। সেখানে গিয়ে হিমেশ রেশমিয়ার ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর জন্য পর পর ২টি গান রেকর্ড করেন রানু মণ্ডল। হিমেশের সঙ্গে প্রথমে ‘তেরি মেরি ‘রেকর্ড করার পরই তা ভাইরাল হয়ে যায়। এরপর বলিউডের জনপ্রিয় গায়কের সঙ্গে জুটি বেঁধে ফের রেকর্ড করেন ‘আদত’। সবকিছু মিলিয়ে ‘ইন্টারনেট সেনসেশন ‘রানু মণ্ডলের গান এই মুহূর্তে হু হু করে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে।

X