নিজস্বী তুলতে এগিয়ে এলেন ভক্ত, পাত্তা না দিয়ে ইতি উতি তাকালেন রানাঘাটের রানু মণ্ডল

বাংলা হান্ট ডেস্ক : একের পর এক নতুন নতুন বিতর্ক তৈরি করেছেন মুম্বইয়ের অন্যতম সেলিব্রিটি রানু মণ্ডল। সংবাদের শিরোনামে ওঠার অপেক্ষা তার পরেই কখনও ভক্ত আবার কখনও নিজের তারা তাকে অবজ্ঞা করে বিতর্ক সৃষ্টি করে চলেছেন রানু মারিয়া মণ্ডল। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দ্বিতীয়বারের জন্য কটাক্ষের মুখে পড়তে হলেও আর সৌজন্যে তাঁর দূর ব্যবহার ও আচরণ।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক জায়গায় রানু মণ্ডলকে কোল্ড ড্রিংসের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে পিছনে বাঁধছে তাঁর তেরি মেরি তেরি মেরি গানটি আর ঠিক সেই সময় এক মহিলা ভক্ত মোবাইল নিয়ে নিজস্বী তুলতে এগিয়ে এলে অবজ্ঞা বসত এড়িয়ে গেলেন তিনি। তাঁর এই দূর ব্যবহারের জন্য তুলোধোনা করে ছাড়লেন ভক্তরা।

https://www.instagram.com/p/B5C4Tkgh-Mr/?utm_source=ig_web_copy_link

ভিডিওতে দেখা গেছে ওই মহিলা বার বার রানু মণ্ডলের সঙ্গে নিজস্বী তোলার আবদার করেছিলেন কিন্তু মহিলা যখন মোবাইল নিয়ে এগিয়ে এলেন ঠিক তখনই কর্ণপাত না করে ইতিউতি তাকাতে থাকলেন রানু মণ্ডল যেন পাত্তাই দিলেন না। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কোপে পড়তে হয় তাঁকে।IMG 20191105 171312

অনেকেই তাঁর পূর্ব অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে আচার আচরণ সংযত করা উচিত বলে জানিয়েছেন। উল্লেখ্য মাত্র কয়েক দিন আগে একটি ভিড় শপিং মনের মধ্যে এক মহিলা ভক্ত নিজস্বী তুলতে আগ্রহ প্রকাশ করলে শুনতে পাননি আলু মণ্ডল আর তাই রানু মণ্ডলের গায়ে স্পর্শ করা মাত্রই ওই মহিলা ভক্তের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি। সেলফি তোলা তো দূর অস্ত্ হোয়াট ইজ দিস? বলে মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি।

প্রসঙ্গত শিরোনামে ওঠার পর থেকেই রানু মণ্ডল কে বেশ ভাল চোখেই দেখেছিলেন ভক্তরা কিন্তু ক্রমশই সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে যেভাবে একের পর এক অবজ্ঞা মূলক কথা বলে অহঙ্কারী পরিচয় দিয়েছেন তাতে তাঁর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারই ভক্তরা এমন কি তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করেছিলেন ।

সম্পর্কিত খবর