বড় পর্দায় ফেরার ঘোষণা করে দিলেন অনুষ্কা, শুভেচ্ছা জানালেন কোহলি ও রণবীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চার বছরের বিরতির পর ফের রঙ্গমঞ্চে অবতীর্ণ হচ্ছেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলির স্ত্রী এবং বলিউডের তারকা অভিনেত্রী “চাকদা এক্সপ্রেস” সিনেমার মধ্যে দিয়ে ফের বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন। নেটফ্লিক্স এবং ক্লিন স্লেট ফিল্মসের প্রজেক্ট হিসেবে প্রসিত রায়ের পরিচালনায় এবং কর্নেশ শর্মার প্রযোজনায় আসতে চলেছে এই চলচ্চিত্র। প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ক এবং তারকা প্রেসার ঝুলন গোস্বামীর জীবন ফুটে উঠবে এই ছবিতে। বলাই বাহুল্য ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা।

ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য জানিয়েছেন অনুষ্কা। টাইম ল্যাপস স্পেশাল এফেক্টস দিয়ে তৈরি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করেছেন তারকা অভিনেত্রী যে ভিডিওতে ঝুলনের নামও একবার দেখা গেছে। ভিডিওটি শেয়ার করে অনুষ্কা শর্মা ক্যাপশন দিয়েছেন, “আবার নিজের জায়গায় ফিরে আসা।” সেই সঙ্গে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন “একদম নিখুঁত ভাবে শেষ হলো প্রথম দিনের শুটিং।”

এর আগে জানুয়ারীর ৬ তারিখে এই ফিল্মটির টিজার রিলিজ করেছিলেন অনুষ্কা শর্মা। জানানো হয়েছে এই ছবিতে ঝুলনের ক্রিকেটীয় জীবনের উত্থান পতনের কথাতো দেখানো হবেই, তার সাথে সাথে ভারতীয় মহিলা ক্রিকেটের যাত্রার অংশটিও খুব সুন্দর করে তুলে ধরা হবে। অভিনেত্রী এই প্রযুক্তিকে জীবনের অত্যন্ত বিশেষ একটি প্রজেক্ট বলে আখ্যা দিয়েছেন।

অনুষ্কার পোস্টে হৃদয়ের চিহ্ন দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা বলিউড অভিনেতা রণবীর সিং এবং তার স্বামী প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিন বছর আগে বড় পর্দায় শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে জিরো সিনেমা শেষ পার্ট দেখা গেছে অনুষ্কাকে। তারপর পাতাল লোক, বুলবুল, মাইয়ের মত বেশ কয়েকটি প্রোজেক্টের প্রডিউসার হিসেবে সো থাকলেও বড় পর্দায় ফিরে ফিরবেন এই সিনেমার মাধ্যমেই।

Reetabrata Deb

সম্পর্কিত খবর