পরপর ছবি ফ্লপ করেও মালামাল, শাহরুখের মন্নতের পাশে ১১৯ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন রণবীর

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক বছর ধরে একটাও ছবি হিট করতে পারেননি রণবীর সিং (Ranveer Singh)। ‘৮৩’ বলুন বা ‘জয়েশভাই জোরদার’ একটাও ছবি লাভের মুখ দেখাতে পারেনি। কিন্তু তাতে অবশ্য ব্যাঙ্ক ব্যালেন্সে কোনো প্রভাব পড়েনি রণবীরের। উলটে আরো সম্পত্তি বাড়াচ্ছেন অভিনেতা। এবার শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর। কিং খানের মন্নতের পাশেই নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকার সাগর রেশম টাওয়ারে একটি সমুদ্রের ধারের ফ্ল্যাট কিনেছেন রণবীর। জানা যাচ্ছে, ফ্ল্যাটটি কিনতে প্রায় ১১৯ কোটি টাকা খরচ করেছেন অভিনেতা। উল্লেখ্য, দেশের মধ্যে একটি মাত্র ফ্ল্যাটের পেছনে এত টাকা খরচ করার ঘটনা বাস্তবিকই নজিরবিহীন।

Ranveer Singh 4
মুম্বই এর সংবাদ মাধ্যম সূত্রে খবর, রণবীরের নতুন ফ্ল্যাটটি সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং শাহরুখের মন্নতের মাঝে পড়ছে। টাওয়ারের ১৬, ১৭, ১৮ আর ১৯ তলা জুড়ে রণবীরের নতুন ফ্ল্যাট। গোটা অ্যাপার্টমেন্টটির মোট কার্পেট এরিয়া ১১২৬৬ বর্গফুট। এছাড়াও ১৩০০ বর্গফুটের একটি ছাদও রয়েছে।

মোট ১৯ টি গাড়ি পার্কিংয়েরও জায়গা পাবেন রণবীর। ওহ ফাইভ ওহ মিডিয়া ওয়ার্কস এলএলপি নামে একটি সংস্থার মাধ্যমে নাকি ফ্ল্যাটটি কিনেছেন রণবীর, যার ডিরেক্টর পদে রয়েছেন তিনি এবং তাঁর বাবা।

প্রসঙ্গত, আগামীতে বেশ কিছু ছবি রয়েছে রণবীরের হাতে। তার মধ্যে রয়েছে করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এবং রোহিত শেট্টির ‘সার্কাস’। এছাড়া ‘সিম্বা ২’ ছবিরও চিন্তা ভাবনা করছেন রোহিত। আপাতত রণবীরকে দেখা যাচ্ছে বিয়ার গ্রিলসের সঙ্গে ‘রণবীর ভার্সেস ওয়াইল্ড’ শোতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর