বাংলাহান্ট ডেস্ক : বলিউড বক্স অফিসে এখন ‘ধুরন্ধর’ জ্বর। পরিচালক আদিত্য ধরের নতুন এই ছবি একের পর এক রেকর্ড ভাঙছে। রণবীর সিংয়ের (Ranveer Singh) অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। প্রচুর বাহবা পাচ্ছে ছবিটি। মুক্তির আগে সেভাবে প্রচার না পেলেও বক্স অফিসে কামাল দেখাচ্ছে ধুরন্ধর। মুক্তি পাওয়ার দ্বাদশ দিনে এসে নতুন রেকর্ড গড়ল ছবিটি। আমির খানের ‘দঙ্গল’ ছবির রেকর্ড ভাঙল ধুরন্ধর।
দঙ্গলকে ছাপিয়ে গেল রণবীরের (Ranveer Singh) ধুরন্ধর
ভারতীয় বক্স অফিসে মোট ৩৮৭ কোটি ও ব্যবসা করেছিল দঙ্গল। মাত্র ১২ দিনেই সেই রেকর্ড ভেঙে দিল ধুরন্ধর। মঙ্গলবারে পাওয়া বক্স অফিস রিপোর্ট বলছে, ভারতে এখনও পর্যন্ত ৪০০ কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি! খুব কম সময়েই একাধিক সুপারহিট ছবির রেকর্ড ভেঙে দিয়েছে ধুরন্ধর।

পরপর রেকর্ড ভাঙছে ধুরন্ধর: দঙ্গল ছবির পাশাপাশি ‘সঞ্জু’ ছবির নজিরও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ধুরন্ধর। এই ছবিটি ৩৪২ কোটি টাকার ব্যবসা করেছিল ভারতীয় বক্স অফিসে। যদিও এখনও একাধিক ছবি এগিয়ে রয়েছে ধুরন্ধর এর থেকে। এর মধ্যে অন্যতম জওয়ান, গদর ২, স্ত্রী ২, পাঠান, অ্যানিম্যাল এর মতো ছবি।
আরও পড়ুন : ছিঃ! মুখোশ খুলে গেল ‘বিরুষ্কা’র, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড় নেটপাড়ায়
আগামীতে টার্গেট কে: ভারতীয় বক্স অফিসে মোট ৬৪৩.৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল জওয়ান। স্ত্রী ২ ৬২৭ কোটি টাকার ব্যবসা করেছিল ভারতে। অ্যানিম্যাল, পাঠান ও গদর ২ আয় করেছিল যথাক্রমে ৫৫৬.৩৬, ৫৪৩.০৫ এবং ৫২৫.৪৫ কোটি টাকা। এই রেকর্ডও খুব শিগগিরই ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : অভিযোগের পালটা মানহানির মামলা, প্রাক্তন স্ত্রীর থেকে ক্ষতিপূরণ দাবি কুমার শানুর
রণবীর কাপুরের পর রণবীর সিং (Ranveer Singh) এর এই ছবিও জড়িয়েছে বিতর্কে। অতিরিক্ত হিংসার প্রদর্শন হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। যদিও বিতর্কের ছাপ যে বক্স অফিসে পড়েনি তা স্পষ্ট।












