দীপিকাকে ভুলে সহ-অভিনেতাকে চুম্বন রণবীরের! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক:  ২০১৮তে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বিয়ের আগে থেকেই বেশ গাঢ় প্রেম ছিল দুজনের মধ্যে। প্রথমে অবশ্য দীপিকার খুব ভাল বন্ধু ছিলেন রণবীর। তারপর তা ধীরে ধীরে গড়ায় প্রেমের দিকে। এখন বেশ গুছিয়েই সংসার করছ্নে দুজনে। সোশ্যাল মিডিয়ায় দীপিকার ছবিগুলি একটু ঘাঁটলেই চোখে পড়বে রণবীরের কোনও না কোনও কমেন্ট। দীপিকাও কম যান না। স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে তিনিও মন্তব্য করেন। নেটিজেনরা তো বলেন, দীপিকা-রণবীর যেন মেড ফর ইচ আদার।

77f46be2b7d59f606a348156445cdacb

কিন্তু সম্প্রতি স্ত্রীকে ফাঁকি দিয়ে একটি কাজ করে বসেছেন রণবীর। দীপিকাকে ভুলে অন্য একজনকে চু্ম্বন করে বসলেন তিনি। আসলে যাকে চুম্বন করেছেন তিনি রণবীরের আগামী ছবি ‘৮৩’-তে তাঁর সহঅভিনেতা। ভিডিওটি করেছেনও ছবির আরেকজন সহঅভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, বাসে করে কোথাও একটা যাচ্ছেন ছবির গোটা টিম। হঠাৎই মজা করে সহঅভিনেতা যতীন স্বর্ণকে টেনে নিয়ে লিপলক করে বসেন রণবীর।

অপরদিকে যতীন রণবীরের এই কাণ্ড দেখে অবাক হওয়া তো দূর, তাঁর সঙ্গে তাল মিলিয়ে তিনিও চুম্বন করেন রণবীরকে। এদিকে যিনি ভিডিও করছিলেন তাঁর ক্যামেরাটা হঠাৎ নড়ে যায়। তাঁকে বলতে শোনা যায়, “ইয়ে বহুত ধমাকেদার হ্যায়, ফোন হিল গয়া”। তাঁর এই কথা শুনে হাসির রোল ওঠে বাকিদের মধ্যেও। রণবীরও বলে ওঠেন, “এত ভালবাসা! তোমাদের বৌদি দেখছেন কিন্তু”।

142445

প্রসঙ্গত, এই মুহূর্তে আগামী ছবি ‘৮৩’এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন রণবীর। এই ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর