বাংলাহান্ট ডেস্ক: রণবীর সিং (ranveer singh), অসাধারণ অভিনয় দক্ষতার সঙ্গে বুদ্ধিদীপ্ত কৌতুক পরিবেশন করার ক্ষমতা, এই দুইয়ের সংমিশ্রণে তৈরি তাঁর ব্যক্তিত্ব। তাঁর ঝুলিতে যেমন রয়েছে পদ্মাবত, বাজিরাও মস্তানির মতো ছবি তেমনই রয়েছে ব্যান্ড বাজা বারাত, সিম্বার মতো ছবিও। দুই ধরণের চরিত্রেই সমান সাবলীল তিনি। পাশাপাশি বাস্তব জীবনেও ঠিক ততটাই মজাদার ও কৌতুক প্রিয় রণবীর।
আজ ৩৫ বছরে পা দিলেন রণবীর। ১০ বছর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবি থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আজ, রণবীরের জন্মদিনে তাঁর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রণবীরের অভিনয় শেখার ক্লাসের ভিডিও এটি।
ভিডিওতে অভিনেতাকে দেখা গিয়েছে জিন্স ও নীল চেক শার্ট পরিহিত অবস্থায়। ভিডিওতে বোঝা যাচ্ছে অভিনয় ক্লাসে রয়েছে শিক্ষার্থীরা। প্রথমে শিক্ষক তাদের দৃশ্যটি বোঝান। শিক্ষার্থীদের প্রথমে এগিয়ে এসে আলমারি খুলে পোশাক বেছে শার্ট পরতে হবে। তারপর কায়দা করে চুলে হাত বোলাতে হবে।
বাকিরা সবাই নিজেদের মতো চেষ্টা করে। কিন্তু রণবীর এসে নাচের স্টেপ করতে শুরু করেন। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাসির রোল ওঠে। দিব্যি বোঝা যায়, বলিউডে প্রবেশের আগেও রণবীর এমনই কৌতুকপ্রিয় ছিলেন।
রণবীরের ডেবিউ ছবি ছিল ব্যান্ড বাজা বারাত। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। বক্স অফিসে বেশ হিট হয়েছিল এই ছবি। এরপর ‘৮৩’ ছবিতে দেখা যাবে রণবীরকে। ১৯৮৩ সালে কপিল দেবের অধিনায়কত্বে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার ঘটনাই উঠে আসবে এই ছবিতে। রণবীর সিং অভিনয় করছেন কপিল দেবের চরিত্রে। তাঁর স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।