১৯৮৩ বিশ্বকাপের নায়কদের ভুলে গিয়েছিল গোটা ভারত, সিনেমার মাধ্যমে দেওয়া হল যোগ্য সম্মান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অবলম্বনে নির্মিত ’83’ ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে। বলিউড তারকা রণবীর সিং এই সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন। যেভাবে তিনি চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তা ইতিমধ্যেই খুব প্রশংসিত হচ্ছে। সেইসঙ্গে বাকি অভিনেতারাও তাদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।

যখনই টিম ইন্ডিয়ার ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়, তখন বেশিরভাগ আলোচনাই হয় কপিল দেব-কে নিয়ে। ফাইনালে কপিলের হাতে নেওয়া ভিভিয়ান রিচার্ডসের ক্যাচ, যা ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল কিংবা জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই বিধ্বংসী শতরান, যে ইনিংসের দৌলতে ফাইনালে পৌঁছতে পেরেছিল ভারত। ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে জয়ের একমাত্র নায়ক কপিল দেব ছিলেন না, তিনি ছাড়াও অন্য অনেক ক্রিকেটারও ছিলেন যারা এই জয়ে বড় ভূমিকা পালন করা সত্ত্বেও কখনও যোগ্য সম্মান পাননি। এদের মধ্যেই একজন হলেজ ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার রজার বিনি, যার ভূমিকা ’83’ ছবিতে দেখানো হয়েছে।

roger binny

১৯ জুলাই, ১৯৫৫ সালে ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী রজার বিনি ১৯৮৩ বিশ্বকাপে তার মিডিয়াম পেসের সুইং বোলিং দিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছিলেন। যখন ভারতীয় দল টুর্নামেন্ট শুরুর আগে তার সমস্ত অনুশীলন ম্যাচ হেরেছিল এবং যখন দলের মনোবল সম্পূর্ণভাবে পড়ে গিয়েছিল, তখন বিনির বোলিংই ভারতীয় দলের আত্মবিশ্বাস ফেরাতে কাজে লেগেছিল। অনেকেই বলেন যে রজার বিনি যদি না থাকত তাহলে ভারতীয় দল ফাইনালে উঠতে পারত না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে ৮ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ক্যাঙ্গারু দলকে ধ্বংস করেছিলেন তিনি। সেই ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে ৬০ ওভারে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল, কিন্তু বিনির দুর্দান্ত বোলিংয়ের কারণে অস্ট্রেলিয়া ১২৯ রানে গুঁটিয়ে যায়।

ফাইনালেও নিজের ছাপ ছেড়েছিলেন বিনি। ভারত মাত্র ১৮৩ রানে অল-আউট হয়ে যাওয়ার পর, ১৮৪ রানের লক্ষ্য তাড়া করা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুব একটা কঠিন ব্যাপার ছিল না। কিন্তু ভারতীয় দলের বোলিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং সেই বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন রজার। ফাইনালে ভারতীয় দলের জয়ে রজার বিনির অবদানও ছিল গুরুত্বপূর্ণ। বিনি শুধু কৃপণ বোলিংই করেননি, ১০ ওভারে ২৩ রান দিয়ে এক উইকেটও নেন। এই সমস্ত ঘটনাই দেখানো হয়েছে সিনেমায়। কবীর খানের তৈরি এই ছবি বক্স অফিসে ইতিমধ্যেই বিশাল সাফল্য পেতে শুরু করেছে এই ছবি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর