বাংলাহান্ট ডেস্ক : উন্নাও ধর্ষণকাণ্ড সারা ফেলে দিয়েছিল গোটা দেশে। উত্তরপ্রদেশের (Uttarpradesh) এই এলাকার ধর্ষণকাণ্ড প্রশ্ন তুলেছিল যোগী সরকারের দিকে। ১১ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগে পুলিশি হেফাজত হয় অভিযুক্তদের। এবার জামিন পেয়ে সেই অভিযুক্তরা হামলা করল নির্যাতিতার বাড়িতে। তারা আগুন লাগিয়ে দিল নির্যাতিতার বাড়িতে।
এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে নির্যাতিতার ছয় মাসের সন্তান ও দু মাসের বোন। উত্তরপ্রদেশের এই শহর এর আগে এইরকম বর্বরতার সাক্ষী থেকেছে। একদল ব্যক্তি ২০১৭ সালে ধর্ষণ করে এক নাবালিকাকে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তারা হুমকি ও খুনের চেষ্টা করে নির্যাতিতার পরিবারকে। উন্নাওতে সোমবারের এই ঘটনা ফের একবার সবাইকে মনে করিয়ে দিচ্ছে ২০১৭ সালের সেই স্মৃতি।
নির্যাতিতার পরিবার জানিয়েছে, তাদের বাড়িতে সোমবার রাতে দুজন অভিযুক্ত জোর করে ঢুকে পড়ে। এরপর তারা মারধর করে নাবালিকার মাকে। আগুন ধরিয়ে দেয় বাড়িতে। নির্যাতিতার মা জনিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না তুলে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে তারা। নির্যাতিতার মা অবশ্য জানিয়েছেন, অভিযুক্তরা পুড়িয়ে মারতে চেয়েছিল নির্যাতিতার সন্তানকে।
ধর্ষণের ফলে এই নির্যাতিতা গর্ভবতী হয়ে পড়ে। দুমাস আগে নির্যাতিতা এক ছেলের জন্ম দেয়। প্রমাণ লোপাটের জন্য অভিযুক্তরা এই কাজ করেছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের।
চিফ মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট সুশীল শ্রীবাস্তব জানিয়েছেন, বাচ্চা ছেলেটির শরীরের ৩৫ শতাংশ ও নির্যাতিতার বোনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছে কানপুরে।