বাংলাহান্ট ডেস্ক : ধর্ষণের অভিযোগে তোলপাড় বিনোদন ইন্ডাস্ট্রি। টেলিভিশনের (Serial) খ্যাতনামা অভিনেতার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ। জানা গিয়েছে, নয়াদিল্লির সিভিলস লাইসেন্স থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। পুণে থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
পার্টিতে ধর্ষণের অভিযোগ সিরিয়ালের (Serial) অভিনেতার বিরুদ্ধে
আশিস কাপুর, হিন্দি টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ। একাধিক নামী সিরিয়ালে (Serial) কাজ করেছেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই পুলিশের নজরে উঠে এসেছিলেন অভিনেতা (Serial)। পুলিশি বিবৃতি অনুযায়ী, অগাস্ট মাসে একটি হাউজ পার্টিতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারপরেই অ্যাকশন নেয় পুলিশ।
কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে: অভিযোগকারিনী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আশিসের সঙ্গে পরিচয় হয় তাঁর। অভিনেতা (Serial) এক বন্ধুর বাড়িতে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। অভিযোগ, পার্টি চলার সময়ে ওই বাড়ির শৌচাগারে তাঁর উপরে নির্যাতন চালান অভিনেতা। তারপর ১১ ই অগাস্ট আশিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
আরও পড়ুন : ঘটি-বাঙাল বিতর্ক তো থাকবেই, চিংড়িকে সাইড করে রেঁধে ফেলুন ডাব-ইলিশ, আঙুল চাটার গ্যারান্টি
কী জানিয়েছে পুলিশ: তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের জেরা করে পুলিশ নিশ্চিত হয় যে, ঘটনার দিন একসঙ্গে বাথরুমে গিয়েছিলেন আশিস এবং ওই মহিলা। বেশ কিছুক্ষণ দুজনকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজ। তখনই হঠাৎ শৌচাগার থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান অনেকে।
আরও পড়ুন : ইলিশ খেতে ভালোবাসেন, কিন্তু কাটতে জানেন না? দক্ষ মাছ বিক্রেতার মতোই টেকনিক শেখালেন অপরাজিতা
পুলিশ সূত্রে খবর, গোয়া হয়ে পুণেতে যাওয়ার সময় গ্রেফতার করা হয় অভিনেতাকে। ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’, ‘সসুরাল সিমর কা ২’ (Serial) এর মতো নামী সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।