বাংলাহান্ট ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার ধর্ষণের অভিযোগে সাজা শোনানো হয়েছিল যুবককে। কিন্তু সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির সময় ঘটে গেল নজিরবিহীন ঘটনা। ধর্ষক এবং নির্যাতিতা দুজনেই রাজি হলেন পরস্পরকে বিয়ে করতে। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নির্দেশে সুপ্রিম কোর্টেই (Supreme Court) ফুল বিনিময় হয়ে বিয়ের প্রস্তাব দেওয়া নেওয়া হল। বৃহস্পতিবারের এই ঘটনায় সাজাও স্থগিত হয়ে গেল যুবকের।
সুপ্রিম কোর্টেই (Supreme Court) নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব ধর্ষকের
আদালতের তরফে জানা গিয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির সময় ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত যুবক এবং নির্যাতিতার সঙ্গে কেবিনে কথা হয় বিচারপতিদের। সেখানেই দুজনে পরস্পরকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। বিচারপতিদের নির্দেশে অভিযোগকারিণীর হাতে ফুল ধরিয়ে বিয়ের প্রস্তাবও দেন সাজাপ্রাপ্ত যুবক। দুজনের বাবা মা সবকিছু ঠিক করবেন বলে জানা গিয়েছে। তবে আদালতের ইচ্ছা সবকিছু দ্রুত নিস্পত্তি হোক।
যুবকের সাজা স্থগিত: এদিনের ঘটনার পর সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয় যুবককে। তবে জেলে ফিরলে দ্রুত দায়রা আদালতের সামনে হাজির করতে হবে তাঁকে। এদিন দায়রা আদালতকেও জামিন মঞ্জুর করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত (Supreme Court)। সেই সঙ্গে জানানো হয় নিম্ন আদালত উপযুক্ত শর্ত আরোপ করতে পারবে।
আরো পড়ুন : ট্রাম্পকে কটাক্ষ করে পোস্ট কঙ্গনার, ফোন করে মোছাতে হল নাড্ডাকে! কী এমন লিখেছিলেন অভিনেত্রী?
দায়রা আদালতে দোষী সাব্যস্ত: উল্লেখ্য, ২০২১ সালের একটি মামলার প্রেক্ষিতেই শুনানি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। অভিযোগকারিণী জানিয়েছেন, ২০১৬ সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার তাঁকে ধর্ষণ করেছেন অভিযুক্ত যুবক। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় দুজনের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও পরে বিয়ের কথা বলতেই যুবক জানান, তাঁর মা সম্পর্ক মেনে নিচ্ছেন না। দায়রা আদালতের দ্বারস্থ হতে গত বছর বারংবার ধর্ষণ এবং প্রতারণা মামলায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬ (২) (এন) (ধর্ষণ) এবং ৪১৭ (প্রতারণয়)য় দোষী সাব্যস্ত করা হয় যুবককে। ধর্ষণের মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রতারণার জন্য আরো দু বছরের সাজা শোনানো হয় যুবককে।
আরো পড়ুন : ইতিহাস সাক্ষী, বারবার সাহায্য নিয়েও ভুলেছে তুরস্ক, ‘অকৃতজ্ঞ’ দেশকে নিয়ে এবার বড় পদক্ষেপের ডাক
দায়রা আদালতের রায়ের পর মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন সাজাপ্রাপ্ত যুবক। কিন্তু সেখানে কোনো লাভ না হওয়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠে মামলা। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রুদ্ধদ্বার শুনানি হয় এদিন। আদালত কক্ষে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত যুবক, অভিযোগকারিণী এবং তাঁদের বাবা মা। শেষমেষ বিচারপতিদের উপস্থিতিতে অভিযোগকারিণীকে বিবাহ প্রস্তাব দেন যুবক। আগামী ২৫ শে জুলাই রয়েছে পরবর্তী শুনানির তারিখ।