গুরুগ্রামে শিক্ষিকাকে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৪

Published on:

Published on:

Rape in Gurugram party incident 4 instructors arrested for gang-raping teacher

বাংলা হান্ট ডেস্ক: এক নৃশংস ঘটনা সাক্ষী থাকলো গুরুগ্রাম। শিক্ষিকাকে পার্টিতে ডেকে গণ ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই জীমের প্রশিক্ষক। ইতিমধ্যে তাদেরকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ।

গুরুগ্রাম পার্টি কাণ্ড! শিক্ষিকাকে গণধর্ষণ করে গ্রেফতার ৪ প্রশিক্ষক (Rape)

জানা যায়, একটি পার্টিতে গিয়ে এক শিক্ষিকাকে চার জন জিমের প্রশিক্ষক গণধর্ষণ (Rape) করেন। ২৯ বছর বয়সী নিযাতিতা গুরুগ্রামের (Gurugram) বাসিন্দ। সেখানে তিনি তার স্বামীর সঙ্গেই থাকতেন।

Rape in Gurugram party incident 4 instructors arrested for gang-raping teacher

আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় ভোগে রাখতেই হবে তিলের নাড়ু, জানুন পুরনো রেসিপি

ওইখানকার একটি প্রতিষ্ঠানে বিদেশী ভাষা পড়াতেন তিনি। পুলিশ সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসের একটি পার্টিতে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তার। তারপর বেশ কয়েকবার দুজনের সঙ্গে দেখা করেন।

গত ১ অক্টোবর শিক্ষিকাকে ফোন করেন মূল অভিযুক্ত। তাকে তিনি নিজে এক বন্ধুর বাড়ির পার্টিতে ডেকে পাঠান। নির্যাতিতা শেখানো উপস্থিত হলে তাকে যৌন নির্যাতন (Rape) করা হয় বলে জানা যায়। এর পর ওই বাড়িতে সেই যুবক এবং আরও দুজন তাকে ধর্ষণ করে।

ধর্ষণের (Rape) পরের দিন সকাল বেলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। পরে অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার (Arrest) করা হয়।অভিযুক্তদের মধ্যে দুজন হিমাচল প্রদেশের বাসিন্দা। ও অপর দুজন মহেন্দ্রগড় ও একজন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক রাজের বাসিন্দা।