বন্দে ভারত অতীত! গতি, সুবিধায় এই ট্রেনের জুড়ি মেলা ভার, ভাড়া মাত্র ৯০ টাকা, চেপেছেন কোনদিনও?

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় রেলে (Indian Railways) হাই স্পিড ট্রেনের (Train) কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বন্দে ভারত এক্সপ্রেসের চিত্র। উদ্বোধনের দিন থেকেই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে সবার মধ্যে উন্মাদনা তুঙ্গে। ট্রেন যাত্রীদের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বন্দে ভারতের (Vande Bharat Express)। হাই স্পিড থেকে শুরু করে এই ট্রেনের অন্দরসজ্জা, বন্দে ভারতের বৈশিষ্ট্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

এই ট্রেনের কামরার মধ্যে রয়েছে আরামদায় আসন, চার্জিং পয়েন্ট, পরিষ্কার বাথরুম। তবে অনেকেই হয়ত জানেন না আমাদের দেশে বন্দে ভারতের থেকেও আরও একটি হাই স্পিড ট্রেন চলাচল করে। আজ আমরা আলোচনা করছি RAPIDX ট্রেনটিকে নিয়ে। ভারতের প্রথম সেমি-হাইস্পিড আঞ্চলিক ট্রেন ধরা হয় একে।

আরোও পড়ুন : সব্যসাচী স্ত্রী মিঠু চক্রবর্তী কি ক্যান্সার আক্রান্ত ?অভিনেত্রী ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে সরতেই চর্চা শুরু

দিল্লি এনসিআর এবং গাজিয়াবাদের মধ্যে চলাচল করে এই ট্রেন। প্রাথমিকভাবে এই ট্রেনটির ৩৪ কিলোমিটার পর্যন্ত পরিষেবা দিচ্ছে। তবে এই রুটের আরও সম্প্রসারণের কাজ চালানো হচ্ছে। আগামী আর্থিক বছরের মধ্যে সেই কাজ শেষ হওয়ার কথা। সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এই ট্রেন দিল্লি থেকে মেরঠ পর্যন্ত পরিষেবা দেবে।

RapidX Rail can run soon in Delhi

এই ট্রেনের ভাড়া ঠিক হয় ক্লাস অনুযায়ী। তবে অবাক করে দেওয়া কথা হল RAPIDX ট্রেনের ন্যূনতম ভাড়া কুড়ি টাকা। এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া হয় ৯০ টাকা। ৪০ টাকা থেকে শুরু হয় প্রিমিয়াম ক্লাসের ভাড়া। এই ক্লাসে সর্বোচ্চ ভাড়া ১৮০ টাকা। তবে, বেশি ভাড়ার জন্য যারা বন্দে ভারতে যাতায়াত করতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটি ভীষণ উপযোগী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর