ওজন ২১ কেজি! সুন্দরবনের নদীতে ধরা পড়া বিরল প্রজাতির বিশালাকার মাছ বিক্রি হল ১৮ হাজারে

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের মৎস্যজীবীদের জালে উঠল বিরল প্রজাতির একটি মাছ। জানা গিয়েছে যে, জালে ধরা পড়া ওই মাছটি ক্রোকোডাইল প্রজাতির। পাশাপাশি, মাছটির বিজ্ঞানসম্মত নাম হল পাপ্পিল্লোকুলিসেপ্স লঙ্গিসেপ্স। সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীদের জালে ধরা দেয় এই বৃহদাকার মাছটি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, বসিরহাটের হিঙ্গলগঞ্জ স্বরূপকাঠি রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী অনুপ মণ্ডলের মাছ ধরার জালে উঠে আসে এই বিরল মাছ। মাছটির রং প্রায় ধূসর কালো। এছাড়াও, মাছটি প্রায় ৩ ফুট লম্বা ও ১ ফুট চওড়া। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ধরা পড়া এই মাছের ওজন প্রায় ২১ কেজি ২০০ গ্রাম।

   

মূলত, অনেকেই এই প্রজাতির মাছগুলিকে বাড়িতেই অ্যাকোয়ারিয়ামে সংরক্ষণ করে থাকেন। সেক্ষেত্রে অবশ্য এই প্রজাতির ক্ষুদ্র আকারের মাছকেই সংরক্ষণ করে রাখেন মৎস্যপ্রেমীরা। এছাড়াও, অধিকাংশ সময়েই এই মাছগুলি বঙ্গোপসাগরে দেখা যায়।

তবে, এক্ষেত্রে মৎস্যজীবীদের অনুমান যে, পাশেই সুন্দরবনের ভারত-বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগরের বেষ্টনী হওয়ায় দিক ভুল করে হয়তো মাছটি কোনোমতে এই নদীতে ঢুকে পড়েছে। এদিকে, এই বিরল প্রজাতির মাছটি দেখতে ভিড় জমান রায়মঙ্গলের মানুষ। পাশাপাশি, হিঙ্গলগঞ্জ মৎস্য বাজারে নিয়ে আসার পর এই বৃহদাকার মাছের দাম ওঠে ১৮,৪৩০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর