বাংলার (west bengal) মাটিতে দেখা মিলল ২০ কোটি বছরের পুরোনো মাকড়সার (spider) প্রজাতি। মেদিনীপুর থেকে কেশপুর কলেজের একজন প্রাণীবিদ্যার অধ্যাপক এই মাকড়সার প্রজাতিটির সন্ধান পান। এর নাম ইদিপোস নীলগিরি ।
যদিও এই ইদিপোস নীলগিরি প্রজাতির মাকড়সার সন্ধান পাওয়া গিয়েছিল গতবছরই। ২০ কোটি বছরের প্রাচীন এই মাকড়সা থাকে মাটির নীচে গর্ত করে। জাল বোনার ক্ষমতা এদের নেই। বাংলা ও ওড়িশায় এই প্রজাতির দেখা মিলেছে।
জানা যাচ্ছে, এই মাকড়সা ট্যারান্টুলা গোষ্ঠীর হলেও আকারে মাঝারি। এর দৈর্ঘ্য প্রায় ৮ থেকে ১৩ মিমি। নীলগিরির নামানুসারে ‘আইডিপস নীলগিরি’ নামকরণ করা হয়েছে, যেখান থেকে মাকড়সার রেকর্ড করা হয়েছিল।
এই আবিষ্কারের মাধ্যমে, আইডিপস জেনাসের সদস্য সংখ্যা বিশ্বব্যাপী ৯৫ প্রজাতির উপরে চলে গেছে, যার মধ্যে ১২ টিরই সন্ধান মেলে ভারতবর্ষে।