টি-২০ বিশ্বকাপের জন্য আফগান টিমের ঘোষণা হতেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান, জানালেন কারণ

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের স্টার ক্রিকেটার রশিদ খান অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। অধিনায়কত্ব ছাড়ার পর রশিদ খান বলেন, আগামী টি-২০ বিশ্বকাপের জন্য জাতীয় দল নির্বাচনের আগে আমার সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি। সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ড টি-২০ বিশ্বকাপের জন্য নতুন টিমের ঘোষণা করেছি। সেখানে রশিদ খানকে অধিনায়ক বানানো হয়েছিল।

২২ বছর বয়সী স্পিনার রশিদ খান নিজর টুইটারে একটি পোস্টে লেখেন, ‘অধিনায়ক আর দেশের জন্য দায়িত্ববান ব্যক্তি হিসেবে টিমের নির্বাচনের অংশ হওয়ার অধিকার সুরক্ষিত রাখছি। নির্বাচন সমিতি আর এসিবি আমার কাছে কোনও পরামর্শ না নিয়েই দলের ঘোষণা করেছে। আমি আফগানিস্তানের টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলাম। আফগানিস্তানের জন্য খেলা সবসময় আমার কাছে গর্বের ছিল।”

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানের কবজা হওয়ার পর বহুকিছু বদল এসেছে। একদিকে আফগানরা যেমন দেশ ছেড়ে পালানোর জন্য ব্যস্ত হয়েছে, তখন অন্যদিকে তালিবানরা আবার আফগানিদের দেশ ছেড়ে না যাওয়ার ফরমান জারি করেছে। এছাড়াও, সবাইকে সমান অধিকার দেওয়ার কথা বলা তালিবান মহিলাদের খেলাধুলা নিষিদ্ধ করেছে।

রশিদ খান বরারবরই আফগানিস্তানে তালিবানের শাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে আফগানিস্তানিদের পাশে থাকার জন্য গোটা বিশ্বের কাছে আবেদন জানিয়েছিলেন। যদিও, অনেকেই ভেবেছিল যে, তালিবান সরকার শুধু মহিলাদেরই নয়, পুরুষদেরও খেলাধুলা নিষিদ্ধ করতে পারে। কিন্তু তালিবান সেই পথে না হেঁটে পুরুষদের খেলার জন্য অনুমতি দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর