রাতারাতি খ‍্যাতি পেয়ে সাপের পাঁচ পা দেখেছেন, ‘অকৃতজ্ঞ’ রশ্মিকাকে বয়কটের ডাক ইন্ডাস্ট্রিতে

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী সিনেমার গণ্ডি ছাড়িয়ে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) জনপ্রিয়তা। ‘জাতীয় ক্রাশ’ হয়ে উঠেছেন তিনি। কেরিয়ারের শুরু থেকেই দর্শকদের মনে নিজের ছাপ ফেলেছেন রশ্মিকা। উপরন্তু ‘পুষ্পা’ তাঁকে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারিতে বসিয়ে দিয়েছে। কিন্তু সাফল‍্যের ঠিক মধ‍্য গগনে থেকে একটা বড়সড় ভুল করে বসলেন রশ্মিকা যার ফলে তাঁর কেরিয়ারে ক্ষতিও হতে পারে।

সূত্রের খবর, কন্নড় ইন্ডাস্ট্রিতে বয়কটের সম্মুখীন হতে পারেন অভিনেত্রী। নামী পরিচালক প্রযোজক রক্ষিত শেট্টির সঙ্গে অকৃতজ্ঞের মতো ব‍্যবহার করে কার্যত ফেঁসে গিয়েছেন তিনি। আসলে সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের ফিল্মি সফরের কথা বলতে গিয়ে বিতর্ক বাড়ান রশ্মিকা।

Rashmika 2
আসলে নিজের কেরিয়ারের সূত্রপাতের প্রসঙ্গে বলতে গিয়ে প্রথম ছবি ‘কিরিক পার্টি’র কথা উল্লেখ করেন অভিনেত্রী। কিন্তু রক্ষিত শেট্টির প্রযোজনা সংস্থার নাম সুকৌশলে এড়িয়ে যান। উল্লেখ‍্য, এই রক্ষিত শেট্টি হলেন রশ্মিকার প্রাক্তন প্রেমিকের নাম। এমনকি তাঁর সঙ্গে নাকি বিয়ে হওয়ারও কথা ছিল অভিনেত্রীর। কিন্তু বাগদান হয়ে গেলেও শেষমেষ সম্পর্ক ভেঙে যায় তাঁদের।

যে প্রযোজনা সংস্থা তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিল, সেই সংস্থারই নাম এমন অভদ্র ভাবে এড়িয়ে যাওয়ায় রশ্মিকার উপরে ক্ষুব্ধ কন্নড় ইন্ডাস্ট্রির তারকারা। শোনা যাচ্ছে, কন্নড় ইডাস্ট্রির প্রেক্ষাগৃহের মালিকরা রশ্মিকাকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

খবর অনুযায়ী, হল মালিকরা, ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক প্রতিষ্ঠান রশ্মিকাকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ভবিষ‍্যতেও কর্ণাটকে রশ্মিকার সমস্ত ছবি নিষিদ্ধ করা হতে পারে বলে খবর। সেক্ষেত্রে ‘পুষ্পা ২’ এবং ‘ভারিসু’র জন‍্য বড়সড় সঙ্কটে পড়তে চলেছেন রশ্মিকা।

সম্প্রতি ‘কানতারা’ ছবির পরিচালক তথা অভিনেতা রিষভ শেট্টিও দাবি করেছেন, তিনি কোনোদিন রশ্মিকার সঙ্গে কাজ করবেন না। তিনি স্পষ্টই বলেন, এই ধরণের অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে তিনি বিশেষ আগ্রহী নন। তবে বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি রশ্মিকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর