বাংলা হান্ট ডেস্ক :দেশের গরু মা বিদেশের গরু মা নয়, গরুর দুধে সোনা থাকে এবার এই মন্তব্য করে কার্যত বিপাকে পড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধিতা৷ তবে বেকায়দায় মন্তব্য করে বসে অস্বস্তি শুরু হয়েছে বিজেপি শিবিরেও তাই তো দিলীপ ঘোষের মন্তব্যে সাফাই গেয়ে তাঁকে বাঁচাতে এগিয়ে এল আরএসএস৷ তিনি নাকি গরুর দুধের সোনা থাকে এই মন্তব্য রূপক অর্থে ব্যবহার করেছেন এমনটাই দাবি আরএসএসের রাজ্য সম্পাদক জিষ্ণু বসুর৷
যদিও তিনি এখানেই থেমে থাকেননি গরুর দুধের সঙ্গে সোনার ছেলের তুলনা করে সোনার ছেলে আমরা বলি তা সোনা দিয়ে তৈরি ছেলে হয় না কি? একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন দুধের পুষ্টিগত গুরুত্বর কথা মাথায় রেখে দিলীপবাবু উপমা দিয়ে বলেছেন৷ দিলীপকে বাঁচাতে আরও এক ধাপ এগিয়ে গিয়ে জিষ্ণু বসু গরু জবাইয়ের বিষয়ে প্রসঙ্গটি তুলে ধরেছেন৷
তিনি জানান পশু হত্যার মোকাবিলায় আইন আছে, 14 বছর কম বয়সী গরুকে কাটা যায় না, কিন্তু এই ব্যাপারে তাপ উত্তাপ নেই প্রচার মাধ্যমের৷ এর পর গরুর গোবর সারের উপকারিতা প্রসঙ্গে বক্তব্য রাখেন কৃষ্ণ বসু৷ দেশে ও বিদেশে কী ভাবে গরুর সার দিয়ে বায়পন্য হচ্ছে তাসে বিষয়ে কথা বলেন তিনি৷
উল্লেখ বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ ভারতীয় গোরুদের সোনার ভাগ থাকে, গরুর মধ্যে কুঁজ থাকে যেখানে সূর্যের আলো পড়লে সোনা হয় মন্তব্য করেছেন আর তাঁর মন্তব্যের পর কার্যত বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে৷