বাংলা হান্ট ডেস্কঃ অতিমারি আর লকডাউনের জেরে গত বছর থেকেই চাকরি হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়েছে বহু পরিবার। গত বছর থেকেই লকডাউনের জেরে বীভৎস রকম কর্মী ছাঁটাই করেছিল কর্পোরেট গুলি। যার ফলে এক ধাক্কায় কাজ হারিয়েছিলেন বহু পরিবার। একদিকে যেমন অর্থনীতির ভেঙে পড়া অন্যদিকে তেমনি মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন বেশ কিছু বিজনেস টাইকুন। পিএম কেয়ার ফান্ডে মুক্ত হস্তে দান করেছেন অনেকেই। তবে গত বছর থেকেই নজিরবিহীনভাবে সকলকে ছাড়িয়ে উঠে এসেছেন যিনি তার নাম রতন টাটা। টাটা স্টিলের এই কর্ণধার মহামারীতে যেমন বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
অক্সিজেন সংকটেও এগিয়ে এসেছিলেন রতন টাটাঃ
তেমনই আবার দেশের অক্সিজেন সংকটেও সামনেথেকে এগিয়ে এসেছে টাটা স্টিল। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ইস্পাত কারখানা গুলি যখন অক্সিজেন উৎপাদনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এগিয়ে এসেছে টাটা স্টিলও। ইস্পাত কারখানাগুলির কাছ থেকে পাওয়া ৪৪৩৫ মেট্রিক টন অক্সিজেনের প্রায় ১ হাজার ১৫৪ মেট্রিক টনই আসে টাটার কারখানাগুলি থেকে। এবার মহামারীতে কোম্পানির হয়ে প্রাণপাত করা কর্মীদের জন্যও এগিয়ে এলো টাটা স্টিল।
কর্মীদের জন্যও এগিয়ে এল টাটা স্টিলঃ
মহামারীর মধ্যেও কোম্পানির হয়ে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়াই করছেন টাটা স্টিলের কর্মীরা। এবার তাদের জন্যই নতুন বিজ্ঞপ্তি জারি করল কোম্পানি। জানানো হয়েছে, ‘সামাজিক সুরক্ষা’ নামক এই প্রকল্পের আওতায় কোন কর্মীর যদি কাজ করতে করতে করোনায় মৃত্যু হয়। তাহলেও তার পরিবারকে বেতন দেবে টাটা স্টিল। শুধু তাই নয়, সংস্থার অধীনে থাকা কর্মীর পরিবার চিকিৎসা এবং আবাসনের সুযোগ সুবিধাও পাবেন। টাটা স্টিলে অবসরের বয়স ৬০ বছর। তাই ৬০ বছর অবধি মৃতের পরিবারকে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিল টাটা।
মৃত কর্মীর পরিবারের দায়িত্ব নেবে টাটাঃ
শুধু বেতন নয়, যে সমস্ত কর্মী একেবারেই ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাও করেছে কোম্পানি। কাজ করতে করতে কোনো কর্মীর মৃত্যু হলে সে ক্ষেত্রে বেতন তো বটেই তার ছেলেমেয়ের পড়াশোনার ভারও নিজের কাঁধে তুলে নেবে টাটা স্টিল। গ্রাজুয়েশন পর্যায় পর্যন্ত তাকে পড়ানোর দায়িত্ব নেবে কোম্পানি। সারা দেশ জুড়ে এই মুহূর্তে টাটা কারখানায় কাজ করেন প্রায় ৩২ হাজার কর্মী। এই উদ্যোগে কম বেশি উপকৃত হবেন সকলেই। একদিকে যখন চলছে কর্মী ছাঁটাই। দীর্ঘদিন যাবৎ চাকরি করা কর্মী কাজ হারাচ্ছেন হঠাৎই। তখন টাটা স্টিলের এই এগিয়ে আসায় রীতিমত খুশি কর্মীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো প্রশংসিত হচ্ছেন রতন টাটা।