১৮ বছরের যুবকের বিজনেসে টাকা লাগলেন রতন টাটা, জানুন কি করে কোম্পানি

বাংলাহান্ট ডেস্ক : শিল্পপতি রতন টাটা(Ratan Tata ) ফার্মাসিউটিক্যাল(pharmaceutical) স্টার্টআপ জেনেরিক আধারে বিনিয়োগ করেছেন। ১৮ বছর বয়স্ক অর্জুন দেশপাণ্ডে জেনেরিক আধার এর প্রতিষ্ঠাতা ও সিইও। উত্পাদনকারীদের কাছ থেকে ওষুধ গ্রহণ করে এবং সেগুলি খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করাই জেনেরিক আঁধারের বিশেষত্ব। এতো অল্প বয়েসে এই স্টার্ট আপ বিসনেস এখন রমরমিয়ে চলছে।

মুম্বই, পুনে, বেঙ্গালুরু এবং ওড়িশায় জেনারিক আধার 

মুম্বই, পুনে, বেঙ্গালুরু এবং ওড়িশায় ৩০ টি ফার্মা সংস্থার সাথে জেনারিক আধার অংশীদারিত্ব করেছে। বর্তমানে এই সংস্থার বার্ষিক আয় কয়েক কোটি টাকা। তবে রতন টাটা কতটা বিনিয়োগ করেছিল তা এই মুহূর্তে প্রকাশিত হয়নি। কিন্তু এতো ভালো ব্যবসা হওয়ায় তারা জানিয়েছেন আগামী তিন বছরে প্রায় দুশো কোটি টাকার মতন লাভ করবে আরো উন্নতি করবে।

IMG 20200508 WA0035

আরো হাজারটা ফার্মাসি

এরপর গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, নয়াদিল্লি, গোয়া এবং রাজস্থানের দেখে হাজারটা ফার্মাসির সাথে অংশীদার হবে। আগামী দিনে এই লক্ষ্য স্থির করেই ব্যবসা করার হচ্ছে। আইটি ইঞ্জিনিয়ার, সংস্থার ফার্মাসিস্ট, বিপণন পেশাদার সহ আরো পঞ্চান্ন জন কর্মচারী রয়েছে।

সাধারণ মানুষের সাহায্যের ইঙ্গিত 
আর আগামী দিনেও ব্যবসায় আরো উন্নতি করবে।
সংস্থাটি বলেছে যে আগামী দিনে এটি এবং সস্তার ওষুধ বিক্রি করবে। লক্ষ লক্ষ পরিবারকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্য নিয়েই এবার এই সংস্থা আগামী দিনে আরো কাজ করবে বলে জানিয়েছে ১৮ বছর বয়স্ক অর্জুন দেশপাণ্ডে। আর এতেও অনেকে লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর