মারাত্মক অভিযোগ! রতন টাটা জানালেন তার নামে ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর

বাংলাহান্ট ডেস্কঃ বিজনেস টাইকুন রতন টাটা (ratan tata) বরাবরই খুবই শান্ত ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। সামাজিক মাধ্যমেও তার বক্তব্য সীমিত ও সংযত। এ হেন রতন টাটা এবার অভিযোগ করলেন তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ভুল তথ্য রটানো হয়েছে। যার জেরে এবার তিনি সামাজিক মাধ্যমকেও বিদায় জানাতে চলেছেন।

images 95

সামাজিক মাধ্যম টুইটারে তিনি একটি খবরের অংশ শেয়ার করে লিখেছেন, আমি এটি খুব ভয় করি, আমার দ্বারা বলা হয় নি।  সর্বদা সংবাদ উত্স যাচাই করতে আপনাকে উত্সাহিত করব। একটি উদ্ধৃতির পাশাপাশি আমার ছবিটি এটি বলে দেওয়ার গ্যারান্টি দেয় না, এমন একটি সমস্যার মুখোমুখি হয় যা অনেক লোক মুখোমুখি হয়।

২০২০ সাল লড়াই করে বেঁচে থাকার বছর এবং মানুষের বাণিজ্যিক বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়, পরিবর্তে তাদের সুস্থ থাকার দিকে নজর দেওয়া উচিত – এমনই বক্তব্য বসানো হয়েছে রতন টাটার মুখে। যার জেরে তিনি বলেছেন, এই পোস্টটি আমার বলা বা লেখা নয়। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ এবং সামাজিক প্ল্যাটফর্মগুলিতে প্রচারিত মিডিয়া যাচাই করার জন্য অনুরোধ করছি। যদি আমার কিছু বলার থাকে তবে আমি এটি আমার অফিসিয়াল চ্যানেলগুলিতে বলব। আশা করি আপনি নিরাপদে আছেন এবং যত্ন নেবেন।

প্রসঙ্গত, অকৃতদার মানুষটি ব্যক্তিগত জীবনে যে কত মাটির কাছাকাছি তা তার সামাজিক মাধ্যম থেকেই জানা যায়। সম্প্রতি রতন টাটা নিজের  মাটিতে বসা হাসিমুখের  একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, তিনি এখনই দেখলেন, তার পেজে বহু মানুষ তাকে পছন্দ করেছেন৷ যখন তিনি ইনস্টাগ্রামে জয়েন করেছিলাম, তখন এই দারুণ অনলাইন পরিবার এত বড় হবে আশা করেন  নি৷ ইন্সটাগ্রাম কমিউনিটির অংশ হতে পেরে ও শেখার সুযোগ পেয়ে অসংখ্য ধন্যবাদ৷

এই পোস্টের পরেই এক জনৈকা মহিলা রতন টাটাকে ইনস্টাগ্রামে আদর করে ছটু বলে বসলেন নিছক মজা করেই ‘ছটু’ বলে বসেন। তিনি লেখেন, ‘অভিনন্দন ছটু ‘। তাঁর এই মন্তব্যকে গ্রহন করতে পারেনি নেটিজেনরা। শুরু হয়ে যায় ট্রোলিং। কিন্তু রতন টাটা এই ব্যাপারটিকে নেন সহজ ভাবেই। তিনি নেটিজেনদের উদ্দেশ্যে লেখেন,’আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটি শিশু রয়েছে৷ তাই ওই যুবতীকে শ্রদ্ধার সঙ্গে ট্রিট করুন৷’ বলা বাহুল্য, এই নম্রতা ও ভদ্রতাই রতন টাটার আসল সম্পদ।

 

সম্পর্কিত খবর