বাংলাহান্ট ডেস্কঃ ASSOCHAM-এর এক অনুষ্ঠানে শনিবার মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) এবং রতন টাটা (Ratan Tata)। সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন টাটা গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা। সম্প্রতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) পর প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন দেশের শীর্ষস্থানীয় অপর এক শিল্পপতি।
এদিনের অনুষ্ঠানে ‘ASSOCHAM Enterprise of the Century Award’ রতন টাটার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী মোদী। এরপর সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন রতন টাটা। তিনি বলেন, ‘যতই বিরোধিতা থাকুক, অতৃপ্তি থাকুক না কেন, আপনার নেতৃত্ব অস্বীকার করার কোন জায়গা নেই। আপনি করোনার থেকে বাঁচতে লকডাউন করেছিলেন, মানুষ আপনার পাশে ছিল। কয়েক মিনিট আলো নিভিয়ে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন, সকলে তখনও আপনার সঙ্গ দিয়েছিল’।
এরপর তিনি আরও বলেন, ‘আমাদের শিল্প সমাজের উচিত এখন আপনার মত নেতৃত্বকে স্বাগত জানানো। বিগত কয়েক বছর ধরে এমন অনেক কিছুই ঘটেছে, যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আপনার উদ্যোগ প্রমাণ করে দিয়েছে, আমরা সকলেই একজোট হতে পারি’।
রতন টাটা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কর্মকান্ডের প্রতি আমি বরাবরই আশাবাদী। তিনি কখনও কোন সমস্যা থেকে বাঁচার জন্য পালিয়ে যাননি। দেশবাসীর পাশে থেকেছেন। আমি এত বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছি, অনেক কিছুই দেখেছি। প্রধানমন্ত্রী কিন্তু এই দুর্বল অর্থনৈতিক এবং সর্বোপরি করোনা পরিস্থিতির মধ্যেও দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন’।