রতন টাটার প্রিয় কোম্পানি তুলল ঝড়! ২৫৫ মিনিটেই কামিয়ে ফেলল ১৫,০০০ কোটি টাকা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের (India) শ্রেষ্ঠ শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন রতন টাটা (Ratan Tata)। বর্ষীয়ান এই শিল্পপতি প্রায়শই তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে খবরের শিরোনামে থাকেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যাও। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রতন টাটার প্রিয় কোম্পানি কার্যত রেকর্ড তৈরি করেছে।

মূলত, টাটা মোটরস এবার মাত্র ২৫৫ মিনিটেই কামিয়ে ফেলেছে ১৫,০০০ কোটি টাকা। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে চমকে গেলেও ঠিক এই ঘটনাই ঘটেছে। আর তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টাটা মোটরস। প্রসঙ্গত উল্লেখ্য যে, টাটা মোটরসের শেয়ারে মঙ্গলবার প্রবল উর্ধ্বগতি পরিলক্ষিত হয়।

Ratan Tata's favorite company earned Rs 15,000 crore in 255 minutes

শুধু তাই নয়, দুপুর ৩ টে নাগাদ ওই কোম্পানির শেয়ার ৮৫৬.৬০ টাকায় লেনদেন হতে দেখা যায়। পরিসংখ্যান অনুযায়ী, টাটা মোটরসের শেয়ার বর্তমানে ১.৮৭ শতাংশ অর্থাৎ ১৫.৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ট্রেডিং সেশনে এই কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। দুপুর দেড়টা নাগাদ এই শেয়ার ৮৮৬.৩০ টাকায় ট্রেডিং হতে থাকে।

আরও পড়ুন: বাজেটের আগে আদানি-আম্বানির ওপর টাকার বৃষ্টি! একদিনেই যা আয় করলেন জানলে চমকে উঠবেন

এদিকে, একদিন আগেও এই কোম্পানির শেয়ারের দর ৮৫০ টাকা ছিল না। তথ্য অনুযায়ী, এই শেয়ার আগের দিন ৮৪০.৮৫ টাকায় বন্ধ হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে, ট্রেডিং সেশনের সময়ে কোম্পানির মার্কেট ক্যাপ বৃদ্ধি পায় এবং সেটি পৌঁছে যায় ৩ লক্ষ কোটি টাকার কাছাকাছি। বর্তমানে যা দাঁড়িয়ে রয়েছে ২.৯৪ লক্ষ কোটি টাকায়।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার এই দুর্দান্ত টুল আনছে Google, নিমেষের মধ্যে ট্রান্সফার হবে eSIM

পাশাপাশি, ট্রেনিং সেশন চলাকালীন কোম্পানির মার্কেট ক্যাপ বৃদ্ধি পায় ১৫ হাজার কোটি টাকা। এদিকে, একদিন আগে অর্থাৎ গত সোমবার মার্কেট বন্ধ হওয়ার সময় টাটা মোটরসের মার্কেট ক্যাপ ছিল ২,৭৯,২৮৭.৮৫ কোটি টাকা। অর্থাৎ, আজ এতে লাফিয়ে বৃদ্ধি ঘটেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর