প্রেমে পড়েছিলেন, কিন্তু ভেস্তে যায় বিয়ে! সিনেমার গল্পকেও হার মানাবে রতন টাটার প্রেম কাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ রতন টাটা (Ratan Tata), ভারতের বিজনেস টাইকুন (Business tycoon of india)। জামশেদজি টাটার পুত্র রতন টাটা দেশের সব চেয়ে ধনী ব্যাবসায়ীদের একজন হওয়া সত্ত্বেও ব্যাক্তিগত জীবনে ভীষনই লাজুক স্বভাবের বলেই জানা যায়। এমনকি তিনি এখনো বিয়ে করেন নি

ratan tata 1

https://www.instagram.com/p/B49HmF8Hr5h/?igshid=17za2kj25pxgk

রতন টাটা বরাবরই নম্র ও ভদ্র। ভারতের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় থাকলেও তিনি বরাবরই মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। সামাজিক মাধ্যমে তার প্রতিটি ছবি হাসি মুখের। জানা যায়, রতন টাটার যখন মাত্র ১০ বছর বয়স তখন তার বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

https://www.instagram.com/p/B9RWGj_Hu6Q/?igshid=laacoxae4xqv

https://www.instagram.com/p/B4PU0akn_44/?igshid=1a6fliqflq7r4

তিনি জন্ম 28 ডিসেম্বর 1937 এ। তিনি মুম্বাইয়ে পড়াশোনা করেছেন এবং পরে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একটি আর্কিটেকচার বিএস এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম করেছেন।১৯৬২ সালে টাটা গ্রুপ দিয়েই তিনি তার বিজনেস কেরিয়ার শুরু করেন। ১৯৯১ সালে জেআরডি টাটার পরে রতন টাটা গ্রুপের পঞ্চম চেয়ারম্যান হন।

https://www.instagram.com/p/B7pqb-0nlv4/?igshid=1gfgxumzjeu92

https://www.instagram.com/p/B_C1D5yn6_i/?igshid=z3ghcpstkk2y

অকৃতদার মানুষটি ব্যক্তিগত জীবনে যে কত মাটির কাছাকাছি তা তার সামাজিক মাধ্যম থেকেই জানা যায়। সম্প্রতি রতন টাটা নিজের  মাটিতে বসা হাসিমুখের  একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, তিনি এখনই দেখলেন, তার পেজে বহু মানুষ তাকে পছন্দ করেছেন৷ যখন তিনি ইনস্টাগ্রামে জয়েন করেছিলাম, তখন এই দারুণ অনলাইন পরিবার এত বড় হবে আশা করেন  নি৷ ইন্সটাগ্রাম কমিউনিটির অংশ হতে পেরে ও শেখার সুযোগ পেয়ে অসংখ্য ধন্যবাদ৷

https://www.instagram.com/p/B8alfqknjpQ/

এই পোস্টের পরেই এক জনৈকা মহিলা রতন টাটাকে ইনস্টাগ্রামে আদর করে ছটু বলে বসলেন নিছক মজা করেই ‘ছটু’ বলে বসেন। তিনি লেখেন, ‘অভিনন্দন ছটু ‘। তাঁর এই মন্তব্যকে গ্রহন করতে পারেনি নেটিজেনরা। শুরু হয়ে যায় ট্রোলিং। কিন্তু রতন টাটা এই ব্যাপারটিকে নেন সহজ ভাবেই। তিনি নেটিজেনদের উদ্দেশ্যে লেখেন,’আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটি শিশু রয়েছে৷ তাই ওই যুবতীকে শ্রদ্ধার সঙ্গে ট্রিট করুন৷’ বলা বাহুল্য, এই নম্রতা ও ভদ্রতাই রতন টাটার আসল সম্পদ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর