কৃষ্ণনামে মাতোয়ারা ঢাকার রাজপথ

বাংলা হান্ট ডেস্ক: কৃষ্ণ নামে মাতোয়ারা গোটা বিশ্ব। সীমারেখা মিটিয়ে কৃষ্ণ নাম হয়ে উঠেছে সার্বজনীন। রথযাত্রায় মেতে উঠেছে গোটা দেশ, বাদ গেল না ঢাকা।

images 2 2

গতকাল কর্মব্যস্ত ঢাকার এক অন্য রূপ দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রার উৎসব উপলক্ষে সারা দিন ব্যাপী আয়োজন করেন অনুষ্ঠান। রথের দিন সকাল আটটা থেকে শুরু হয় অনুষ্ঠান। পথের দুপাশে দড়ি দিয়ে তৈরি করা হয় হয় নিরাপত্তা বেষ্টনী। বাদ্যযন্ত্রের সাথে ঢাকার রাজপথে উঠছে ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ’ ধ্বনি।

সব ধর্মের হাজারো হাজারো মানুষের সমাবেশ ঘটেছে ঢাকার রাজপথে। পরিনাম গাইতে গাইতে অনেকেই লুটিয়ে পড়ছিলেন রাস্তায়। বৃহস্পতিবার বিকেল তিনটে থেকে স্বামীবাগ থেকে শুরু করে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে।

ঢাকার জয় কালী রোডের রামসীতা মন্দির থেকেও বের হয় জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা। তাছাড়া ফরিদপুর পাবনা সিলেট রায়গঞ্জ বরিশাল খুলনা মাগুরা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিত হয় রথযাত্রা।

সম্পর্কিত খবর