রোজার ১ মাস সস্তায় মিলবে রেশন! ‘বিশেষ প্যাকেজ’ মমতা সরকারের, কত টাকায় কী পাবেন?

বাংলাহান্ট ডেস্ক : গতকাল থেকে শুরু হয়েছে রমজান মাস। ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা নিয়ম মেনে প্রায় এক মাস ধরে পালন করবেন রোজা। এই আবহে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল ‘রমজান বিশেষ প্যাকেজ’। তবে এই প্যাকেজ সবাই পাবেন না। নির্দিষ্ট পরিবারকেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ রেশন প্যাকেজ প্রদান করা হবে।

ভর্তুকিযুক্ত চিনি, ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা থাকতে চলেছে এই প্যাকেজে। নির্দিষ্ট উপভোক্তারা অপেক্ষাকৃত কম দামে রেশন থেকে এই খাদ্যদ্রব্য পাবেন। খাদ্য ও সরবরাহ দফতর জানিয়েছে, এই প্যাকেজ দেওয়া শুরু হয়েছে গত ১১ই মার্চ থেকে। সুলভ মুল্যে উপভোক্তাদের ‘রমজান বিশেষ প্যাকেজ’ দেওয়া হবে আগামী ১২ই এপ্রিল পর্যন্ত।

আরোও পড়ুন : শেষ হল দীর্ঘদিনের অপেক্ষা! লাগু হল CAA, জানেন ঘরে বসে কীকরে মিলবে ভারতের নাগরিকত্ব?

খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র রমজান উপলক্ষ্যে অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের জন্য আনন্দের সঙ্গে খাদ্য ও সরবরাহ দফতর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।’

আরোও পড়ুন : সুখবর! নতুন ট্রেনপ্রাপ্তি আসানসোলের, এক্সপ্রেস ছুটবে এই রুটে, আরোও বাড়বে যাত্রীদের স্বাচ্ছন্দ্য

‘রমজান বিশেষ প্যাকেজ’-এ কী কী থাকবে এবং এর দাম কত পড়বে?

পরিবারপিছু এক কিলোগ্রাম ভর্তুকিযুক্ত চিনি থাকতে চলেছে এই প্যাকেজে। চিনির দাম পড়বে ৩২ টাকা। ভর্তুকিযুক্ত ১ কিলো করে ছোলা দেওয়া হবে প্রতিটি পরিবারকে। সেক্ষেত্রে দাম পড়বে ৬২ টাকা। এছাড়াও প্রতিটি পরিবারকে ২৬ টাকা কেজি দরে এক কিলো করে ময়দা দেওয়া হবে।

ration shop

খাদ্য ও সরবরাহ দফতর জানিয়েছে, অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারকে এই বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়া হবে রেশন ব্যবস্থার মাধ্যমে। এছাড়াও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই বিশেষ প্যাকেজ পাওয়া যাবে শুধুমাত্র এক মাস।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর