বাংলা হান্ট ডেস্ক: রেশন কার্ড এ দেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই কার্ডের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হন। এমনকি করোনার পর থেকে রেশন ব্যবস্থার (Ration Card) মাধ্যমে দেশের প্রায় ১০০ কোটি মানুষ উপকৃত হচ্ছে। তবে সম্প্রতি সরকারের তরফ থেকে রেশন কার্ডধারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম না মানলে সেই কার্ড সাময়িকভাবে ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে।
টানা ছ’মাস রেশন না নিলে কার্ড সুবিধা বন্ধ, সরকারের নয়া নির্দেশ (Ration Card)
রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে গত ১১ আগস্ট রেশন (Ration) ব্যবস্থা পরিচালনায় একটি নতুন সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে। সেখানেই বলা হয়েছে টানা ছয় মাস রেশন না তুললে সেই কার্ডগুলিকে নিষ্ক্রিয় করা হবে। পাশাপাশি নিষ্ক্রিয় কার্ড গুলি তিন মাসের মধ্যে ফের চালু করা সুযোগও থাকছে (Ration Card)।
খাদ্য দফতরের সূত্রের খবর, নিষ্ক্রিয় কার্ড গুলি চালু করতে হলে গ্রাহকদের এ কেওয়াইসি করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে আধারের বায়োমেট্রিক দিয়ে। এছাড়াও ২০২৪ এর আগস্টে খাদ্য দপ্তরের নয়া পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারে বলা হয়েছে, টানা দুমাস খাদ্য না নিলে সেই কার্ডগুলোকে সাময়িক নিষ্ক্রিয় করা হবে।
আরও পড়ুন: ভিড় এড়িয়ে শান্ত পরিবেশ, পুজোয় দার্জিলিংয়ের অচেনা গ্রাম ভ্রমণ করুন
এরপরও যদি ছয় মাসের মধ্যে সে কার্ডগুলোকে চালু করা না হয় তাহলে সেগুলিকে পুরোপুরি হিসেবে বাতিল করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে ওই গ্রাহক আবারো রেশন কার্ড চাইলে তাকে নতুনভাবে আবেদন করতে হবে। এছাড়াও নিষ্ক্রিয় করা ছয় মাসের মধ্যে কার্ড গুলো চালু করতে উদ্যোগই না হলে সেই কার্ডগুলিকে পুরোপুরি ভাবে বাতিল করা হবে। তবে সেই ধারার কোন পরিবর্তন সংশোধন কন্ট্রোল এখনো পর্যন্ত অর্ডার করা হয়নি। তাই ছ মাস নিষ্ক্রিয় কার্ড পুরোপুরি বাতিলের নিয়মটি বহাল থাকছে।
তবে কার্ড নিষ্ক্রিয়করণের সময়সীমা বাড়িয়ে ছমাস কড়াই গ্রাহকদের সুবিধা হবে বলে মনে করছেন রেসন ডিলারদের। তবে এই নিষ্ক্রিয় কাঠ করার আগে যাতে গ্রাহকদের কাছে সংশ্লিষ্ট ফোন অথবা চিঠি যায় সে বিষয়ে আবেদন জানাচ্ছেন রেশন ডিলাররা। কারণ গ্রাহক রেশন দোকানে গিয়ে তাদের কার্ড নিষ্ক্রিয় হওয়ার বিষয় জানতে পারে। যার ফলে অনেক সময় রেশন (Ration) ডিলারের সঙ্গে গ্রাহকে ঝামেলা বেধে যায়।