বাংলা হান্ট ডেস্কঃ ভারতের প্ৰতিটি নাগরিকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল রেশন কার্ড (Ration Card)। দেশের একটা বড় অংশের মানুষ এখনও দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করার জন্য এই রেশনের (Ration) উপর নির্ভরশীল। দেশের অগুনতি মানুষ খাদ্যসামগ্রী পেয়ে থাকেন এই কার্ডের মাধ্যমে। এবার সেই রেশন কার্ড নিয়েই কেন্দ্র দিল বড় আপডেট। যা আপনার জানা জরুরি।
রেশন নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের | Ration Card
কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন দেওয়া হয় দেশের সাধারণ মানুষকে।
দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশনের ওপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ। সামান্য টাকায় জরুরি খাদ্যপণ্য, যেমন চাল, ডাল, গম ইত্যাদি পাওয়া নায় রেশনে। এবার এই রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)।
বহু গ্রাহকই সম্প্রতি রেশন কার্ড নিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্চেন। এবার কেন্দ্রীয় সরকার জানাল, রেশন কার্ড চালু রাখতে হলে গ্রাহকদের কেওয়াইসি করতেই হবে। বাধ্যতামূলক করা হয়েছে কেওয়াইসি। যারা ই-কেওয়াইসি করাবেন না, তারা আর রেশন পাবেন না বলে জানানো হয়েছে।
এই কেওয়াইসি দ্রুত করতে হবে গ্রাহকদের, নাহলে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। আপনিও যদি রেশন কার্ডের সুবিধা পেতে চান তাহলে এই কাজটি দ্রুত করুন। রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে অবিলম্বে কেওয়াইসি করিয়ে নিতে হবে।রেশনে খাদ্যশস্যের অব্যাহত বন্টন নিশ্চিত করতেই সমস্ত রেশন কার্ডধারীদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার উপর জোর দিচ্ছে কেন্দ্র। বিনামূল্যে খাদ্যশস্য পেতে এবং নিজেদের রেশন সরবরাহ বাধাহীন ভাবে বজায় রাখতে রেশন কার্ড ই-কেওয়াইসি সম্পন্ন করা জরুরি বলে জানানো হয়েছে।
কীভাবে করবেন কেওয়াইসি?
আধার কার্ড এবং লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনেই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। রেশন দোকানে গিয়েও এই ই-কেওয়াইসি করিয়ে নিতে পারবেন উপভোক্তারা। সরকার তরফে দেওয়া ই-পস মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে এটি করা যাবে। যে সকল গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাজটি করে নিতে পারবেন।