জ্যোতিপ্রিয়’র আমলে ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে নবান্ন! চাঞ্চল্যকর তথ্য পেল ED

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে চর্চার শিরোনামে বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) গত সপ্তাহেই ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় ওরফে বালু। আর রাজ্যের এই দাপুটে মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই যেন খুলে গিয়েছে ‘প্যান্ডোরার বাক্স’। একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে।

সূত্রের খবর বালু খাদ্যমন্ত্রী থাকাকালীন ২০২১ সালে প্রায় দু’কোটি ভুয়ো রেশন কার্ড (Fake Ration Card) বাতিল করে দেয় নবান্ন (Nabanna)। হঠাৎ কেন বিপুল পরিমান এই রেশন কার্ড কেন বাতিল করা হয় সেই নিয়েই এখন উঠছে প্রশ্ন। তাহলে কী দুর্নীতি ধামাচাপা দিতেই এই কাজ? জোড়ালো হচ্ছে জল্পনা।

   

এই ২কোটি ভুয়ো রেশন কার্ড কেন বাতিল করার পেছনের কারণ উদ্ঘাটন করতে কোমর বেঁধে নেমেছে ইডি। বর্তমানে রেশন দুর্নীতির হিসেব খুঁজতে ময়দানে নেমেছে ইডি। আর সেই তদন্তেই এই ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিলের বিষয়টি সামনে এসেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। প্রাথমিকভাবে গোয়েন্দাদের ধারণা এই দুর্নীতির পরিমাণ ছাড়াতে পারে ৪০০ কোটির গন্ডি।

আরও পড়ুন: রাজ্যের এই জেলায় ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা! দক্ষিণবঙ্গে কবে শীতের হানা, জানাল আবহাওয়া দপ্তর

ওদিকে তদন্তকারী সংস্থার অভিযোগ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় করা হয়েছে। দুর্নীতির টাকা পাচারে একের পর এক ভুয়ো কোম্পানির নাম সামনে এসেছে। প্রাথমিকভাবে এইরকম ৩টি ভুয়ো কোম্পানিকে চিহ্নিত করলেও বর্তমানে সেই সংখ্যাটা ১৫ এর কাছাকাছি। রেশন দুর্নীতির টাকা সাদা করতে কাজে লাগানো হয়েছে এরকম আরও ১০ টি ভুয়ো সংস্থার হদিস পেয়েছে ইডি।

jyotipriya mallick9

ইডি সূত্রে জানা গিয়েছিল ভুয়ো কোম্পানি গুলি নিজের স্ত্রী,কন্যা, পরিবারের সদস্য, প্রাক্তন আপ্তসহায়কের পরিবার, এমনকি তার বাড়ির পরিচারকদের দিয়েও চালাতেন জ্যোতিপ্রিয়। এদিকে মিলেছে মন্ত্রীর কোটি কোটি টাকা, সম্পত্তির হদিস। গতকালই মন্ত্রীর মেয়ে ইডি হাজিরা দিয়েছিলেন। আজ ইডির মুখোমুখি জ্যোতিপ্রিয়র দাদা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর