বাংলা হান্ট ডেস্কঃ ফের অসুস্থ হয়ে পড়লেন রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সূত্রের খবর, শনিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। জেল সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক হারে ওজন কমে গিয়েছে জ্যোতিপ্ৰিয় ওরফে বালুর। ওদিকে আগে থেকেই হৃদযন্ত্রে সমস্যা ছিল। শরীর দুর্বল হওয়ায় মাথা ঘোরার মতো আরও একাধিক সমস্যা রয়েছে তার।
ফের অসুস্থ জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)
জানা যাচ্ছে, গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপর তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে। যদিও আবার তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্ৰিয়। রেডিও অ্যাক্টিভ রেনোগ্রাম পরীক্ষা করা হয়েছে প্রাক্তন মন্ত্রীর।
প্রসঙ্গত, গ্রেফতারির প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। সুগার এবং প্রেশার জনিত সমস্যায় রয়েছে তার। কিডনির সমস্যাও রয়েছে। বহুদিন যাবৎ নিয়মিত ওষুধ খেতে হয় তাকে। ইডির হাতে গ্রেফতারির পরও চিকিৎসার জন্য বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ছিলেন জ্যোতিপ্ৰিয়।
আরও পড়ুন: কার প্রশ্রয়ে এসব? আর জি কর কাণ্ডে সন্দীপ-সিপিকে গ্রেফতারির দাবি খোদ TMC সাংসদ সুখেন্দুশেখরের
গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি মামলায় ইডির (Enforcement Directorates) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। এদিকে জেলবন্দি দশায় বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে বেশ কয়েকবার জামিনের আবেদন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তবে সুরাহা মেলেনি।