‘মিঠাই’ ছেড়ে চললেন আরেক গুরুত্বপূর্ণ সদস্য! টাইম স্লট খোয়াবে মোদক পরিবার?

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আনন্দের মাঝেও একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে সিরিয়ালের দর্শকদের। আরো স্পষ্ট করে বলতে গেলে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের ভক্তদের। কারণ পুজোর পরেই সম্ভবত এই সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করা হবে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, এবারে নাকি শেষ হয়ে যাবে মিঠাই। মোদক পরিবারের দেড় বছরের সফর এবার শেষের দিকে, এমনি গুঞ্জনে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল দর্শকদের। তার মধ্যে নতুন খবরে চিন্তা আরো বাড়ল তাদের।

আসলে জি বাংলায় ফের একটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে রুবেল দাস এবং পল্লবী শর্মাকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সিরিয়ালের প্রোমো। আর এই প্রোমো ঘিরেই যত চাঞ্চল্য। আসলে সেখানেই দেখা গিয়েছে মিঠাই পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্যকে।

Mithai adrit
রাতুল ওরফে উদয় প্রতাপ সিং রয়েছেন নিম ফুলের মধুতেও। প্রোমোতেই দেখা মিলেছে তাঁর। এদিকে মিঠাই অনুরাগীরা আশঙ্কার মেঘ দেখতে পাচ্ছেন। রাতুল অন্য সিরিয়ালে চলে যাচ্ছে মানে কি সত্যিই মিঠাই শেষ হয়ে যাচ্ছে? মোদক পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাতুল। জনপ্রিয়তার দিক দিয়ে শ্রীতমা রাতুলের জুটির স্থান সিড মিঠাইয়ের পরেই।

Ratul

ইতিমধ্যেই অন্য দুই সদস্য সোম ওরফে ধ্রুব সরকার এবং রুদ্র ওরফে ফাহিম মির্জা ‘পিলু’তে গিয়ে বসে রয়েছেন। মিঠাইতে সোমের দেখা বহুদিন পাওয়া যায় না। রুদ্রকেও কম দেখা যাচ্ছে সিরিয়ালে। এবার কি রাতুলকেও আর দেখা যাবে না? সেই সঙ্গে আরো একটি প্রশ্ন উঠছে, একাধিক তারকাকে নিয়ে তৈরি নিম ফুলের মধু শেষমেষ মিঠাইয়ের ৮ টার স্লট কেড়ে নেবে না তো?

https://www.instagram.com/reel/CjMwQQ7K0cK/?igshid=YmMyMTA2M2Y=

যদিও অনেকেই হাল ছাড়তে নারাজ। তাদের মতে, কোনো অভিনেতার একাধিক সিরিয়ালে কাজ করা অস্বাভাবিক কিছু নয়। উদয়কে এর আগেও দুটি ভিন্ন ভাষার সিরিয়ালে এক সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবারেও তিনি নিশ্চয়ই এতদিনের সঙ্গী মিঠাইকে ভুলতে পারবেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর