কবে অবসর নেবেন অশ্বিন? জানিয়ে দিলেন ভারতীয় স্পিন তারকা

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। প্ৰথমে তিনটি ফরমেটের নিয়মিত সদস্য হলেও বর্তমানে শুধু টেস্ট ক্রিকেটেই ফোকাস করছেন অশ্বিন। এখন ভারতীয় টেস্ট দলের স্পিন বিভাগকে কার্যত নেতৃত্ব দেন অশ্বিন। ইতিমধ্যে 78 টি টেস্ট ম্যাচ খেলে 409 টি উইকেট নিয়ে ফেলেছেন অশ্বিন। তারপরে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি এবার ক্রিকেট থেকে অবসর নেবেন অশ্বিন? না এই মুহূর্তে নয়, তবে অশ্বিন কবে অবসর নেবেন সেটি তিনি নিজের মুখেই জানিয়ে দিলেন।

প্রায় 10 বছর ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন অশ্বিন। প্রথমে তিনি সীমিত ওভারের ফরম্যাটে নিয়মিত সদস্য ছিলেন, বর্তমানে সীমিত ওভারের দলে সুযোগ না পেলেও টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা এই অশ্বিন। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সর্বাধিক উইকেট সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। অশ্বিন এর আগে রয়েছে অনিল কুম্বলে 619 টি উইকেট, কপিল দেব 434 টি উইকেট এবং হরভজন সিং 417 টি উইকেট। এই ইংল্যান্ড সফরেই হরভজন সিং এবং কপিল দেবকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসার সুবর্ণ সুযোগ রয়েছে রবি অশ্বিনের সামনে।

708743 ravichandran ashwin photo salman ansari 696x392 1

এই প্রসঙ্গে অশ্বিনকে প্রশ্ন করা হয় আপনি তো আর কিছুদিনে খেললেই অনিল কুম্বলেকেও টপকে যাবেন। এর জবাবে অশ্বিন বলেন, “আমি সবসময় অনিল কুম্বলে কে নিজের গুরু মনে করি, কখনই ওনার থেকে এগিয়ে যাওয়ার কথা হবে না। তবে আমি যদি কোনদিন 618 টি উইকেট নিতে পারি তাহলে সেটিই হবে আমার শেষ উইকেট। সেই দিনই আমি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করব।”

Udayan Biswas

সম্পর্কিত খবর