এশিয়ান গেমসে দুরন্ত বোলিং! এবার এই তারকাকে বিশ্বকাপে কোহলিদের সঙ্গে খেলতে ডাকবে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে (2023 Asian Games) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) যাত্রা শেষ হয়েছে ভালোভাবেই। কোয়ার্টার ফাইনালে নেপাল এবং সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছিল রবি বিশ্নই (Ravi Bishnoi), রিঙ্কু সিং-রা। কিন্তু ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ হয়নি। শেষ পর্যন্ত ভারতীয় দল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে আফগানিস্তানের থেকে ক্রমতালিকায় এগিয়ে থাকায় তাদের হাতেই সোনা তুলে দেওয়া হয়েছে।

অনেকেই এই পদ্ধতি নিয়ে খুশি নন। ভারতীয় ক্রিকেটাররাও হয়তো মাঠে সম্পূর্ণ খেলাটি শেষ করে তারপর স্বর্ণপদকটি হাতে তুলতে চাইতেন। কিন্তু দুর্ভাগ্যবশত টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই নীতিটি মানা হয়েছে। ভারতকে অযোগ্য দলও হয়তো কেউ বলতে পারবে না। দ্বিতীয় সারির দল হলেও টুর্নামেন্টে তাদের দাপট কোনও অংশে কম ছিল না।

   

এই মুহূর্তে মূল ভারতীয় দল বিশ্বকাপে নামার প্রস্তুতি নিচ্ছে। ৮ ই অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে তাদের অভিযান আরম্ভ হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা সেই ম্যাচের জন্য ইতিমধ্যে আগ্রহী হয়ে রয়েছেন। তবে ওই ম্যাচে জয় বা হাত দিয়ে গোটা টুর্নামেন্টে ভারত কেমন পারফরম্যান্স করবে সেটা বোঝা সম্ভব নয়।

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাতেই হবে, নয়তো….! মায়ের হুমকিতে ভয়ে কাঁপছেন রোহিতের দলের এই তারকা

ভারতীয় দল গোটা বিশ্বকাপ জুড়ে সবচেয়ে বেশি সফর করবে। ভারতের প্রায় প্রত্যেকটি বিখ্যাত স্টেডিয়ামে তাদের কোনও না কোনও খেলা রাখা হয়েছে। ফলে ক্রিকেটারদের ক্লান্তি এবং তার থেকে কিছু আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যদি কোন ভারতীয় স্পিনার চোট পান তাহলে তার জায়গায় ডাকার মতো এক পরিবর্তন পেয়ে গেল বিসিসিআই এশিয়ান গেমসের খেলাগুলি দেখে।

bishnoi

আর এই মুহূর্তে সেই যোগ্য পরিবর্ত স্পিনার হতে পারে রবি বিশ্নই। গোটা এশিয়ান গেমস জুড়ে তিনি অসাধারণ বোলিং করেছেন। এর আগে ভারতীয় দলে যখন তাকে সুযোগ দিয়েছে তখনই নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছিলেন তিনি। এবার এশিয়ান গেমসে তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত কৃপণ বোলিং করে তিনি প্রমাণ করেছেন যে প্রয়োজন পড়লেই তার ওপর ভরসা করা যেতে পারে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর