অগ্নিবীর হতে চান রবি কিষাণের মেয়ে ঈশিতা, বাবার কাছ থেকে অনুমতি চাওয়ায় মিলল এই জবাব

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, কেন্দ্র সরকারের দ্বারা ঘোষিত ‘অগ্নিপথ’ প্রকল্পের কারণে গোটা দেশে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জেলায় এই প্রকল্প বাতিলের দাবিতে অবরোধে সামিল হয়েছে একশ্রেণীর মানুষ আর এই বিতর্ক মাঝেই এবার ‘অগ্নিবীর’ হওয়ার প্রসঙ্গে ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রবি কিষাণ কন্যা ঈশিতা। সম্প্রতি একটি টুইট করে সেই কথা জানান অভিনেতা।

প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে দেশে সেনা নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্পটির কথা ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। এই প্রকল্প অনুযায়ী, চার বছরের জন্য চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ করবে কেন্দ্র। পরবর্তীতে 25% কর্মীকে পুনরায় নিয়োগ করা হবে এবং বাকিদের 11 লক্ষ টাকা পর্যন্ত ভাতা দেবে সরকার। এছাড়াও একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করে সরকার। আর এবার এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার ইচ্ছাপ্রকাশ করলেন রবি কন্যা।

এদিন ভোজপুরী তথা বলিউডের অভিনেতা একটি টুইট করে বলেন, “আজ সকালেই আমার মেয়ে ঈশিতা এসে আমার উদ্দেশ্যে বলল যে, বাবা আমি অগ্নিপথ প্রকল্পটির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক। আমি এই কথাটা শুনে ওকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলাম।”

প্রসঙ্গত, রবি কিষাণ-এর এই টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক পক্ষ যখন তাঁর এই বক্তব্যের প্রশংসা করেন, তো অপর কিছু মানুষের দ্বারা নিন্দা করতেও দেখা যায়। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, “অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তিভিত্তিক কাজের নিন্দা করি। আপনি হয়তো এখন বুঝছেন না, কিন্তু গরিব মানুষদের জন্য এই প্রকল্পটি বিপদ ডেকে আনতে চলেছে।”

https://twitter.com/ravikishann/status/1536956072044404736

বলে রাখা ভালো, অভিনেতা রবি কিষাণ চার সন্তানের পিতা। তিনটি কন্যা সন্তান এবং একটি ছেলে। তিন মেয়ের মধ্যে রিভা সিনেমা জগতে পদার্পণ করেছে। অপরদিকে, ঈশিতা ইতিমধ্যেই এনসিসিতে যোগদান করেছে এবং পরবর্তীকালে সেনাবাহিনীর কাজ করাই যে তার জীবনের একমাত্র লক্ষ্য, তা প্রকাশ পেয়েছে এই টুইটে।


Sayan Das

সম্পর্কিত খবর