বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট এবং বলিউডের সম্পর্ক নতুন কিছু নয়। কান পাতলেই শোনা যায় ক্রিকেট এবং বলিউডের প্রেমকাহিনী। সেই অতীত কাল থেকে শুরু হয়েছে ক্রিকেট এবং বলিউডের প্রেমপর্ব। অতীতে টাইগার-শর্মিলা থেকে শুরু করে বর্তমানে বিরাট-অনুস্কা, যুবরাজ সিং-হ্যাজেল।
ফের একবার বলিউড এবং ক্রিকেটের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রে খবর বলিউড অভিনেত্রী নিমরত কৌরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রী। খুব শ্রীঘ্রই তারা সাতপাকে বাঁধা পড়বেন।
2015 সালে জার্মানি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ইভেন্টে প্রথম পরিচয় হয় রবি শাস্ত্রী এবং নিমরত কৌরের। তারপর বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে এদের। গতবছর ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে জোর জল্পনা শুরু হয় বয়সে 20 বছরের ছোট বলিউড অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন 59 বছর বয়সী রবি শাস্ত্রী। তবে এই ব্যাপারে প্রশ্ন করা হলে কেউই মুখ খোলেন নি।